|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
লকডাউনে দোকান বন্ধ রাখার নির্দেশনার প্রতিবাদে ও স্বাস্থ্যবিধি মেনে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখার দাবিতে সিরাজগঞ্জে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন ব্যাবসায়িরা।
মঙ্গলবার বেলা সাড়ে দশটার দিকে শহরের এস এস রোডে দোকান মালিক সমিতির উদ্যোগে এই কর্মসূচিতে অংশ নেন ব্যবসায়ীরা। সমাবেশে বক্তারা বলেন, ব্যবসায়িরা কোন সহায়তা চান না, ব্যবসা করার সুযোগ চান। লকডাউনে দোকান বন্ধ রাখলে মোটা অংকের লোকসান গুনতে হবে ব্যাবসায়িদের, এই লোকসান থেকে ক্ষুদ্র ও মাঝারি ব্যাবসায়িদের বাঁচাতে শিল্প কারখানার মত স্বাস্থ্যবিধি মেনে দোকান খোলার সুযোগ দিতে হবে।
সমাবেশ শেষে এস এস রোড থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।