ধান নয়ছয়ে রাজশাহীতে দুদক মামলায় খাদ্য নিয়ন্ত্রকসহ চার জন
চলতি বছরে অনিয়ম দুর্নীতি করে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ওএলএসডিসহ ৪জন পরস্পর যোগসাজসে কামারগাঁ খাদ্যগুদামের সরকারী ৬০ মেট্টিক টন ধান, (যার সরকারি মূল্য ১৫ লাখ ৬০ হাজার ২৬০ টাকা) ও খালি বস্তা ৩ হাজার ৩শ’ ৪৬টি, (যার সরকারি মূল্য ২লাখ ৬৭ হাজার ৬৮০ টাকা) মোট ১৮ লাখ ২৭ হাজার ৯৪০ টাকা আত্মসাতের সুনির্দিষ্ট তথ্য পাওয়ার পর মামলা করে দুর্নীতি দমন কমিশন।