জয়পুরহাটে বাহারী রঙ্গে সাজিয়ে মাছের মেলা

জয়পুরহাটে কালাইয়ে জামাইদের মাছের মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারে দিনব্যাপি উপজেলার পাঁচশিরা বাজারে মাছের দোকানগুলো বাহারী রঙ্গে সাজিয়ে এ মেলা অনুষ্ঠিত হয়। এ এলাকায় যারা বিয়ে করেছেন, সে জামাইদের উদ্দেশ্যে প্রতি বছর পহেলা অগ্রহায়ণ মাসের মঙ্গলবারে এ জামাই মেলা আনন্দ-উৎসব হয়ে থাকে।

সংবাদ সারাদিন