বান্দরবানে বৌদ্ধ সম্প্রদায়ের মধু পূর্ণিমা উদযাপন

শত শত নর-নারী বৌদ্ধ বিহারে গিয়ে ভিক্ষুদের মধু, ফলমূল, মধুমিশ্রিত পায়েস ও ছোয়াই (খাবার) দান করেন এবং সবার মঙ্গল কামনায় প্রার্থনা করেন। এরপর বিকালে পূজনীয় ভিক্ষুসংঘের উদ্দেশ্য সংঘদান, অষ্টপরিষ্কার দান ও হাজার প্রদীপ প্রজ্জলনসহ নানা কর্মসূচি রয়েছে

সংবাদ সারাদিন