কাশ্মীরে ঈদে পশু জবাই নিষিদ্ধ করলো মোদি সরকার
মুসলমানদের এমন ধর্মীয় উৎসবে যেখানে পশু কোরবানি করা অপরিহার্য একটি অনুসঙ্গ সেখানে সরকারের জনবিরুদ্ধ এমন নির্দেশে তীব্র ক্ষোভ জানিয়েছে কাশ্মীরের মুসলিম ধর্মীয় সংগঠনগুলোর জোট মুত্তাহিদা-ই-উলেমা। ২১শে জুলাই থেকে ২৩শে জুলাই মুসলমানরা উদযাপন করবে ঈদ-উল-আযহা।