ব্রেওনা টেইলর খুনের প্রতিবাদে বিক্ষুব্ধ লুইভিলে ২ পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ
মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে আজ থেকে মাস ছয়েক আগে কৃষ্ণাঙ্গ নারী ব্রেওনা টেইলরকে খুন করে কেনটাকির লুইভিল পুলিশ। সেই ঘটনার পুলিশের বিরুদ্ধে হত্যার অভিযোগ না আনায় বিক্ষুব্ধ হয়ে উঠেছে লুইভিলের মানুষ। বুধবার রাতে শহরটির বিভিন্ন প্রান্তে কয়েক হাজার বিক্ষুব্ধ মানুষের প্রতিবাদের মধ্যেই গুলিবিদ্ধ হয়েছেন দুই পুলিশ কর্মকর্তা।