অযত্ন আর অবহেলায় তামলি রাজার বাড়ি

রাজশাহীকে বলা হয় রাজাদের আদি বাসস্থান। কিন্তু এখন নেই কোন রাজা-জমিদার, নেই তাদের রাজত্ব। তবুও কালের স্বাক্ষী হয়ে রাজশাহী এবং এর আশপাশের বিভিন্ন এলাকায় মাথা উঁচু করে হয়ে দাঁড়িয়ে আছে তাদের রাজবাড়িগুলো। এগুলো ইতিহাস, ঐতিহ্যর নিদর্শন  হিসেবে দাঁড়িয়ে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে।

সংবাদ সারাদিন