রাণীশংকৈলে চাহিদার তুলনায় সারের যোগান কম
|| সারাবেলা প্রতিনিধি, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) || ঠাকুরগাঁও রাণীশংকৈলে ইউরিয়া ও নন-ইউরিয়া টিএসপি এমওপি(পটাশ) সারের সংকট দেখা দিয়েছে। সার ডিলারেরা বলছেন, উপজেলায় সারের চাহিদার তুলনায় যোগান কম
|| সারাবেলা প্রতিনিধি, রাণীশংকৈল(ঠাকুরগাঁও) || ঠাকুরগাঁও রাণীশংকৈলে ইউরিয়া ও নন-ইউরিয়া টিএসপি এমওপি(পটাশ) সারের সংকট দেখা দিয়েছে। সার ডিলারেরা বলছেন, উপজেলায় সারের চাহিদার তুলনায় যোগান কম
ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ পৌর শহরে বাড়ি বাড়ি নারিকেল গাছ পৌঁছে দিচ্ছেন এই প্রতীক নিয়ে পৌরসভার নব নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক।
ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতার গেল কয়েকদিনের ধারাবাহিক প্রতিবাদে বিক্ষুব্ধ ঠাকুরগাঁও। শনিবারেও বিক্ষুব্ধ ছিল ঠাকুরগাঁও শহর। ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এই দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।
২০০৬ সালের ১লা জুন সকাল সাড়ে ৭ টার দিকে মামলার বাদী সিরাজুল ইসলাম তার ২ সহোদর ভাই শাহালম ও রশিদুল ইসলামকে সঙ্গে নিয়ে বাড়ির পাশ্ববর্তী জমিতে হাল চাষ করতে যায়। এর কিছুন পর দন্ডিত আসামীরা দলবদ্ধ হয়ে লাঠি সোটা দিয়ে হালচাষে বাঁধা দেয়। এতে বাদী তাদের বাঁধা দেওয়ার কারণ ও মালিকানার পে কাগজ দেখতে চাইলে আসামীরা তার কথা না শুনে হামলা চালায়। প্রত্যদর্শীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। পরদিন ২ জুন বিকেল ৪ টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রশিদুল ইসলাম মারা যায়
বৃহস্পতিবার বাবার বাড়ি গিয়েছিলেন পারভিন। শুক্রবার বিকালে স্বামীর বাড়ি ফিরে আসেন তিনি। এর কিছুক্ষণ পর তার স্বামী নুর ইসলাম নেশাগ্রস্ত অবস্থায় বাড়িতে এসে পারভিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিবাদ করলে স্ত্রীকে চড়থাপ্পড় দেয় নুর ইসলাম। একপর্যায়ে লোহার রড দিয়ে পিটিয়ে পারভিনের দুই হাত ও দুই পা ভেঙে দেয় সে
১৫ই আগস্ট ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর এলাকায় এক ব্যাংক কর্মকর্তাকে অপহরণ, মারপিট করে মুক্তিপণ আদায়ের অভিযোগে সদর থানায় একটি মামলা দায়ের করা হয়
মৃৎশিল্পকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে সরকারি সহায়তার দাবি করছেন সংশ্লিষ্টরা। মৃৎশিল্পকে বাঁচালে বেঁচে যাবে ঐতিহ্যবাহী এ শিল্পের চর্চা ও সংরক্ষণে নিয়োজিত অসংখ্য পরিবার
সংবাদ সারাদিন। একটি আমাদের দৈনিক। জানতে ও জানাতে চায় দেশ ও দেশের মানুষের এগিয়ে যাওয়ার সকল প্রয়াস। খুঁজতে চায় রাষ্ট্র ও সমাজের সকল অনিয়ম, দুর্নীতি, অসঙ্গতি ও অনাচারের কার্যকারণ। সর্বপোরি সোচ্চারণ রাখতে চায় মানুষবিরোধী সকল চেষ্টার বিরুদ্ধে।
সম্পাদক ও প্রকাশক : সেলিম খান
দেশকথা
মানুষের মুখ
রাষ্ট্রকথা
অর্থবাজার
মত-অমত
চর্যাপদ
অন্য দেশ
শিক্ষাঙ্গন
ফিচার
সংবাদ সারাদিন আপনার পত্রিকা। আপনার সমস্যা, অসুবিধা লিখে পাঠান আমাদের ঠিকানায়। যারা দেশের বিভিন্ন প্রান্তে বসে সংবাদ সারাদিন পরিবারের একজন হয়ে কাজ করতে চান, তাদেরও যোগাযোগের আমন্ত্রণ।
news@sangbadsaradin.net
০১৯৭১৪৮৯৭২১
+৮৮০২*********
বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-০২, সড়ক নম্বর-০৪, প্রধান সড়ক মেট্রো হাউজিং, বসিলা, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭।