![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/06/FB_IMG_1622562001815-1.jpg?fit=300%2C170&ssl=1)
নদীভাঙ্গনের প্রতিকারহীনতায় ক্ষুব্ধ তিস্তা পাড়ের মানুষ
গত তিন বছর থেকে এখানে নদী ভাঙছে। এখন পর্যন্ত প্রায় সহস্রাধিক মানুষ এই নদীর ভাঙনে গৃহহীন হয়েছে। এছাড়াও গত ৪/৫ দিনে প্রায় ৬০টি বাড়ি ভেঙ্গে গেছে। এখনো লোকজন নদীর পাড় থেকে গাছপালা, বাড়ীঘর সরাচ্ছে। কিন্তু কর্তপক্ষের কেউই এখানও দুর্দশার চিত্র দেখতে আসেনি।