শরীদআহ্ পরিপালন নিয়ে ওয়েবিনার করলো ইসলামী ব্যাংক কুমিল­া জোন

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কুমিল­া জোনের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরীদআহ্ পরিপালনদ শীর্ষক ওয়েবিনার ১০ই অক্টোবর শনিবার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ব্যাংকের ডাইরেক্টর প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর।

ইসলামী ব্যাংকের ৩৫৮তম শাখা ভেড়ামারায়

ইসলামী ব্যাংকের অপারেশন ম্যানেজার ও প্রিন্সিপাল অফিসার মোঃ হামিদুল ইসলাম বলেন, ভেড়ামারার মানুষের দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে উদ্বোধন হচ্ছে ইসলামী ব্যাংকের ৩৫৮তম শাখা। দেশের সবচেয়ে বড় অনলাইন নেটওয়ার্ক হওয়ায় এবং সব শাখা অনলাইনের আওতায় আসায় ভেড়ামারার গ্রাহকরা এখন থেকে দ্রুত লেনদেন সম্পন্ন করতে পারবেন।

উদ্বোধন হলো ইসলামী ব্যাংক ঢাকা পূর্বাঞ্চলে ৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা পূর্বাঞ্চলের ৩টি এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। এগুলো হচ্ছে নরসিংদীর গাবতলী ও পাকুরিয়া বাজার এবং গাজীপুরের নলজানি।

সংবাদ সারাদিন