রংপুরে চড়া দাম গোখাদ্যের ২৫শ' টাকার খড় ২৫ হাজার
রংপুরসহ গোটা উত্তরাঞ্চলে হু হু করে বাড়ছে পশুখাদ্যের দাম। রংপুরের বাজারে অন্যতম গোখাদ্য খড়ের দাম বেজায় চড়া। স্বাভাবিক সময়ে প্রতি একশ গোছা বা আটি খড় ২৫শ’ টাকায় বিক্রি হতো সেই খড় এখন ২৫ হাজার টাকায় কিনতে হচ্ছে খামারিদেরকে।