
থ্রি এঙ্গেল মেরিনের দস্যূতায় খাল জমি দখল মুন্সিগঞ্জের গজারিয়ায়
গজারিয়া উপজেলার গজারিয়া ইউনিয়নের নয়ানগর মৌজার মেঘনা নদীর তীরে ২০০৮ সালে কিছু জমি কেনে থ্রি এঙ্গেল মেরিন লিমিটেডে। সেই জমিতে গড়ে তোলে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান থ্রি এঙ্গেল শিপইয়ার্ড। প্রথমে স্থানীয়রা আর্থ সামাজিক উন্নয়নের কথা বিবেচনা করে কোম্পানির এই কার্যক্রমকে স্বাগত জানায়।বছর চারেক না যেতেই ২০১২-১৩ সালে সবার কাছে স্পষ্ট হয়ে যায় থ্রি এঙ্গেল মেরিনের আসল চেহারা। শুরু জমি জবর দখল করে তাতে বালু ফেলে ভরাটের অপতৎপরতা।