ডেসটিনির এমডি রফিকুল আমিনের জামিন শুনানি ২৪শে সেপ্টেম্বর
গত ২০শে আগস্ট অর্থ পাচারের দুই মামলায় রফিকুল আমিনের জামিন আবেদন খারিজ করে দেন হাইকোর্ট। পাশাপাশি এই দুই মামলা বিচারিক আদালতে ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে বলা হয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পরে হাইকোর্টের জামিন খারিজ আদেশের বিরুদ্ধে আপিল করেন রফিকুল আমিন।