|| বার্তা সারাবেলা ||
সারাদেশে শ্রদ্ধা ভালোবাসা আর শোককে শক্তিতে পরিণত করবার প্রত্যয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস। প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়
‘জাতীয় শোক দিবস-২০২১ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী’ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
রোববার ১৫ই আগস্ট সকাল ১০ ঘটিকায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত মুজিব মঞ্চে এ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির নেতৃবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, সহকারী প্রক্টর ও অন্যান্য শিক্ষক নেতারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, সাংবাদিকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, ছাত্রীহল, নীলদল, বিশ্ববিদ্যালয় বিভিন্ন বিভাগ সহ ক্যাম্পাস সংশ্লিষ্ট বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এসময় ১৫ আগস্ট-এ নিহতদের স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
গত বছরের ন্যায় এ বছরও মহামারী করোনা ভাইরাস (কেভিড-১৯) পরিস্থিতির কারণে সরকারি স্বাস্থ্যবিধি মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সীমিত পরিসরে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শোক দিবস উপলক্ষে বাদ যোহর বিশ্ববিদ্যালয় মসজিদে দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বাঙালি জাতির পিতা, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি এবং স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর পরিবার ও অন্যান্য নিহতদের আত্মার মাগফেরাত কামনা করা হবে। সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হয়।
উল্লেখ্য যে, ১৯৭৫ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ও পরাজিত দেশি-বিদেশি শক্তি এবং ঘাতকচক্র সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাংলাদেশের স্থপতি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। এই দিনটি বাঙালির জাতীয় শোক দিবস।
জামালপুরে জাতীয় শোক দিবস পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি বিনম্র শ্রদ্ধায় জামালপুর জেলার সর্বত্র নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। দিবসটি উপলক্ষে ১৫ই আগস্ট সকাল ১০টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা পরিষদ সংলগ্ন বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের আয়োজন করা হয়।
জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোজাফ্ফর হোসেন, জেলা প্রশাসক মুর্শেদা জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, জামালপুর পৌরসভার মেয়র ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে পৌর কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, জামালপুর প্রেসক্লাব সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানের নেতৃত্বে ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ’৭১ জামালপুর জেলা শাখা, সদর উপজেলা প্রশাসনসহ বিজিবি, পিবিআই, ফায়ারসার্ভিস, শেখ হাসিনা মেডিকেল কলেজ, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, উন্নয়ন সংঘ, দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া জেলার বিভিন্ন স্থানে খাবার বিতরণ করা হয়।
এর আগে সকাল ৮টায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারন ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যূরালে পুষ্পস্তবক অর্পণ করে বিনম্র শ্রদ্ধা জানান জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর নেতৃত্বে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে দলীয় কার্যালয়ে জেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে বেলা ১১টার দিকে জামালপুর সদর উপজেলা প্রশাসন ও সদর উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন হলরুমে শোক দিবসের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটুস লরেন্স চিরানের সভাপতিত্বে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মো. মোজাফ্ফর হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বপন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সুজায়েত আলী ফকির, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আক্তারুজ্জামান বেলাল, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার। আলোচনা সভা শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাঙ্গণ প্রতিযোগিতাসহ বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে দোয়ার আয়োজন করা হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ছানোয়ার হোসেন।
শার্শায় শোক দিবসে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সকল শহীদদের রূহের মাগফেরাত কামনায় রোববার, ১৫ই আগষ্ট সকাল ১০টায় শার্শা উপজেলা অডিটোরিয়াম ভবনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা সহকারী (ভূমি) রাসনা শারমিন মিথি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস,থানার ওসি বদরুল আলম খান,স্থানীয় মুক্তিযোদ্ধাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তাবৃন্দ।
আনোয়ারায় শোক দিবস পালিত
বিনম্র শ্রদ্ধায় ও যথাযোগ্য মর্যাদায় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় স্বাধীন বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। রোববার ১৫ই আগস্ট) সকাল থেকে উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধুর অস্থায়ী প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। সকাল ৯টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এমএ মান্নান চৌধুরী এবং সাধারণ সম্পাদক আব্দুল মালেক এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা উপজেলা আওয়ামী লীগ। এরপর উপজেলা প্রশাসন, থানা পুলিশ, যুবলীগ, শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবক লীগ,কৃষকলীগ, ছাত্রলীগ এবং মহিলা আওয়ামী লীগের নেতা কর্মীরা শ্রদ্ধা জানায়।
এছাড়াও অনান্য রাজনৈতিক, সামাজিক সংগঠন শোক দিবস উপলক্ষে খতমে কুরআন, মিলাদ ও দোয়া মাহফিল,আলোচনা সভা, বৃক্ষরোপন এবং এতিমদের খাবার বিতরণসহ দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।
রংপুরে জাতীয় শোক দিবস পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রংপুরে জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীসহ বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচী পালিত হয়েছে।
কর্মসূচীর মধ্যে ছিল পুস্পার্ঘ্য অর্পণ, ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা ও দোয়া মাহফিল। সকালে নগরীর বঙ্গবন্ধু ম্যূরালে পুস্পার্ঘ্য অর্পণ করে, বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন, ডিআইজি রংপুর রেঞ্জ, মেট্রেপলিটন পুলিশ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা পরিষদ,র্যাবসহ বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তর,সামাজিক,সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা।
ঈশ্বরদীতে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালিত
ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। ১৫ই আগস্ট বঙ্গবন্ধুর ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঈশ্বরদী উপজেলাপ্রশাসন, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
সকাল ৭টায় সকাল আ’লীগ কার্যালয়ে জাতীয়, দলীয় ,কালো পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নূরুজ্জামান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র ইসাহক আলী মালিথা, উপজেলা আ’লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রশিদুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না, প্রকৌশলী কবিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোকলেছুর রহমান মিন্টু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, পাবনা জেলা মহিলা আওয়ামী লীগের মাহজেবিন শিরিণ পিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম বাচ্চু, উপজেলা কৃষক লীগের আহবায়ক ফজলুর রহমান মালিথা, যুগ্ম আহবায়ক মুরাদ মালিথা, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, যুগ্ম আহবায়ক সজিব মালিথা, ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনি, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জুবায়ের বিশ্বাস, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস প্রমূখ নেতৃবৃন্দ।
এদিকে, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, ঈশ্বরদী থানা পুলিশ, ঈশ্বরদী পৌরসভার উদ্যোগে সকাল সাড়ে ৯টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পমাল্য অর্পণ, উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার পি এম ইমরুল কায়েসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস । বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নায়েব আলী বিশ্বাস। এছাড়াও সারাদিনব্যাপীবিভিন্ন কর্মসূচী নেয়া হয়।
খাগড়াছড়িতে জাতীয় শোক দিবস পালিত
খাগড়াছড়িতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উদযাপন করেছে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠন। রোববার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে দোয়া মাহফিল,জাতীয়, শোক ও দলীয় পতাকা উত্তোলন শেষে র্যালী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে এক আলোচনা সভা মধ্য দিয়ে দিবসটি পালন করে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ। এতে প্রধান অতিথি ছিলেন, খাগড়াছড়ির সংসদ সদস্য ও ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।
বাংলাদেশের স্বাধীনতা বঙ্গবন্ধুর অবদান উল্লেখ করে সভায় বক্তারা বলেন, জাতীর জনকের জীবণ আর্দশ,আত্মত্যাগ,অবদানের কথা তুলে স্মৃতি চারণ করেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আজ এই স্বাধীন বাংলাদেশের বুকে মাথা উচু করে বাঁচার স্বপ্ন কখনো পুরণ হতো না। এতে প্রধান অতিথি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলের সম্মিলিত চেষ্টা এবং মিলেমিশে কাজ করার আহবান জানান।
এছাড়াও খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা মংসুইপ্রু চৌধুরী অপু,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু চৌধুরী,সহ-সভাপতি মংক্যচিং চৌধুরী,কল্যাণ মিত্র বড়ুয়া,সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার,পার্থ ত্রিপুরা জুয়েল,যুগ্ম সম্পাদক এমএ জব্বার, এড.আশুতোষ চাকমা,পাজেপ সদস্য খোকনেশ^র ত্রিপুরা,নিলোৎপল খীসা,মহিলা বিষয়ক সম্পাদক শতরূপা চাকমা,জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ক্রইচাঞো চৌধুরী,সাধারণ সম্পাদক ও পাজেপ সদস্য শাহিনা আক্তার,জেলা যুবলীগ সম্পাদক ইসমাইল হোসেন জেলা ছাত্রলীগ আহবায়ক উবিক মোহন ত্রিপুরাসহ অন্যান্যের নেতাকর্মীরা এতে অংশ নেয়।
এছাড়াও মিলাদ মাহফিল,আলোচনা সভা, শিশুদের খাদ্য বিতরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বিভিন্ন সরকারি, বেসরকারি দপ্তর, সামরিক বেসামরিক বাহিনী, সামাজিক সংগঠন।
বাগেরহাটের রামপালে জাতীয় শোক দিবস পালিত
বাগেরহাটের রামপাল উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সকালে রামপাল মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন ৷
পরে সকাল ১১ টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে রামপাল অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মোঃ কবীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন রামপাল উপজেলা চেয়ারম্যান শেখ মোয়াজ্জেম হোসেন ৷ এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান নুরুল হক রিপন, ওসি মোঃ সামসুদ্দীন , ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি , রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ডেপুটি প্রজেক্ট ডাইরেক্টর রেজাউল করিম, ম্যানেজার জি এম তরিকুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা জাহিদুর রহমান, স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল, হামিমা সুলতানা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ৷ এরপর রামপাল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মৎস অবমুক্তকরণ, বৃক্ষরোপণ, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, ঋণ বিতরণ, ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।
পরে একই স্থানে রামপাল উপজেলা আওয়ামীলীগ এর আয়োজনে জাতীয় শোক দিবসে আলোচনা সভা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের নিহত শহীদদের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় ৷ রামপাল উপজেলা আওয়ামীলীগ সভাপতি শেখ আঃ ওহাব এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন , বাগেরহাট জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোল্যা আঃ রউফ,সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মোহাম্মদ আবু সাঈদ, বাগেরহাট জেলা ডেপুটি মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল জলিল, মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাফফর হোসেন, সহ স্থানীয় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ ৷
মেহেরপুরে জাতীয় শোক দিবস পালিত
মেহেরপুরে নানা আয়োজনে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিশেষভাবে তৈরি মঞ্চে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার মোঃ রাফিউল আলম জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে পুস্পমাল্য অর্পণ করেন। এরপর জেলা প্রশাসক ড.মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর জেলা আওমীামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল, মেহেরপুর পৌর মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন , মেহেরপুর সদর
উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করেন। পুস্পমাল্য আর্পন শেষে জেলাপ্রশাসকের কনফারেন্স রুমে আলোচনা সভা ও রক্তদান কর্মসূচী গ্রহণ করা হয়। এছাড়া মেহেরপুর জেলা আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠন কাঙ্গালী ভোজ ও দোয়া মহফিলের আয়োজন করেছে।
নাঙ্গলকোটে শোকদিবস পালিত
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু মুরমূর্যালে রোববার সকাল ১১টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন প্রতিষ্ঠান, প্রেসক্লাব ও সামাজিক সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নের সোনা বেরি গ্রামে অসহায় ও আশ্রয়হীন মানুষের জন্য নির্মিত আশ্রয়ন প্রকল্পে ১১পরিবারের মাঝে ত্রাণ, চারাগাছ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠান উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান শামছুউদ্দিন কালু, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, পৌর মেয়র আব্দুল মালেক, উপজেলা নির্বাহি অফিসার লামইয়া সাইফুল, ভূমি কর্মকর্তা আশরাফুল হক, নাঙ্গলকোট থানা অফিসার ইনচার্জ আ,স,ম আবদুর নূর, কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা শাহজাহান, উপজেলা নির্বাচন অফিসার সুফিয়া সুলতানা, পিআইও শামীমা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খাদিজা আক্তার মুক্তা, মৎস্য কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা সমবায় অফিসার কেফায়েত উল্লাহ, উপজেলা দারিদ্র বিমোচন অফিসার সজল বরুড়া, বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান মজুমদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবদুর রশিদ মজুমদার, ইউপির সকল সদস্য ও স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। ত্রাণ বিতরণ শেষে বাঙ্গড্ডা ইউনিয়ন পরিষদের মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে ইউনিয়ন কার্যালয়ে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গাইবান্ধায় জাতীয় শোক দিবস পালিত
গাইবান্ধায় স্বাধীন বাংলাদেশের স্থপতি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হযেছে। সূর্যোদয়ের সাথে সাথে সরকারি ও বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়।
রোববার সকাল ৯টায় স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম,সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, বেসরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকমীগণ, জেলা বারের সাধারণ স¤পাদক এ্যাড. সিরাজুল ইসলাম বাবুর নেতৃত্বে জেলা বারের আইনজীবীবৃন্দ, জেলা ক্রীড়া সংস্থা, গাইবান্ধা পৌরসভা, গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থা, বাদিয়াখালীর নজরুল চর্চা কেন্দ্র এবং সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করেন।এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাদিকুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুল মতিন, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. সৈয়দ শামস-উল আলম হীরু, সাধারণ স¤পাদক আবু বকর সিদ্দিক, গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, পৌর মেয়র মো. মতলুবর রহমান, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক মো. মাসুদুর রহমান, গাইবান্ধা প্রেসক্লাব সভাপতি কেএম রেজাউল হক, বীর মুক্তিযোদ্ধা গৌতম চন্দ্র মোদক প্রমুখ। অপরদিকে গাইবান্ধার পলাশবাড়ী,সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, গাইবান্ধা সদর ও গোবিন্দগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হযেছে। এছাড়াও জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগ সভাপতি এ্যাড. সৈয়দ শামস-উল আলম হীরুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ স¤পাদক আবু বকর সিদ্দিক, ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, শহিদুল ইসলাম আবু, সাইফুল আলম সাকা, শাহ মাসুদ জাহাঙ্গীর কবীর মিলন, রেজাউল করিম রেজা, আমিনুর জামান রিংকু, মোসাদ্দেক হোসেন মামুন প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে আওয়ামী লীগ, তাঁতী লীগ, কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জাতীয় শোক দিবসে জেলা প্রশাসনের অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনলাইন প্লাটফর্মে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান, জেলার সকল মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ই আগস্টে শাহাদত বরণকারী শহীদদের রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, বিশেষ মোনাজাত ও মন্দির, গির্জায় ও অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা এবং পৌর পার্কের শহীদ মিনারে বঙ্গবন্ধুর জীবনীর উপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
কালিয়াকৈরে শোক দিবসে আলোচনা ও বৃক্ষ রোপন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলার হল রুমে আলোচনাসভা দোয়া মাহফিল এবং বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে।এ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তক অর্পণ করেন সকল স্তরের সরকারি কর্মকর্তা,আওয়ামী লীগ নেতৃবিন্দ ও সাধারন মানুষ।
এসময় উপস্থিত ছিলেন মাননীয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ,ক,ম,মোজাম্মেল হক এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ মামুনুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী,কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রাসেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহমদ রেজা আল মামুনসহ অন্য অনেকেই।
কমলগঞ্জে জাতীয় শোক দিবস পালিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে নানা কর্মসুচীর মধ্য দিয়ে পালিত হয়।
রোববার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষেদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হকের সভাপতিত্বে ও উপজেলা স্কাউটস সম্পাদক মোশাহিদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান।
আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) বেগম সোমাইয়া আক্তার, কমলগঞ্জ থানার ওসি ইয়ারদৌস হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালিব তরফদার, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, সাংবাদিক শাহীন আহমেদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাও: এনাম আহমদ।
জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও একশত দু:স্থ লোকদের নগদ অর্থ বিতরণ করা হয়। রোববার দুপুর ১২টায় ভানুগাছ চৌমুহনা চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। আলোচনায় অংশ নেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. এএসএম আজাদুর রহমান, সহ সভাপতি সিদ্দেক আলী, ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সাংগঠনিক সম্পাদক মো: জুয়েল আহমদ, জুনেল আহমদ তরফদার, এড. মো: সানোয়ার হোসেন, কোষাধ্যক্ষ সুলেমান মিয়া, প্রচার সম্পাদক মোশাহীদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক এড. রোকসানা আক্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মো. মহিউদ্দিন, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক রাসেল মতলিব তরফদার, উপজেলা জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শাহেদুল আলম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল,
সাধারণ সম্পাদক সাকের আলী সজিব জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ সরকারি গণমহাবিদ্যালয়ে “কলেজে চিরায়িত বঙ্গবন্ধু” সাহিত্য সংকলনের মোড়ক উন্মোচন করা হয়। রোববার দুপুর দেড়টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উন্মোচন করেন এ কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: রফিকুর রহমান। কলেজ অধ্যক্ষ মো. কামরুজ্জামান মিয়ার সভাপতিত্বে মোড়ক উন্মোচন ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক-গবেষক আহমেদ সিরাজ, সাংবাদিক মুজিবুর রহমান, প্রভাষক দীপংকর শীল, ছাত্রলীগ নেতা হাসান আহমদ, শিক্ষার্থী জি,এম শর্ম্মা প্রমুখ।
শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ পৌরসভার উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌরসভার মেয়র মো: জুয়েল আহমদ।
এদিকে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কমলগঞ্জ উপজেলা যুবলীগের উদ্যোগে রোববার বিকাল ৪টায় উপজেলা যুবলীগের আহবায়ক ও পৌর মেয়র মো: জুয়েল আহমেদ এর সভাপতিত্বে পৌর মেয়রের ব্যক্তিগত কার্যালয়ের সামনে এক আলোচনা সভা, দোয়া মাহফিল ও শিরনী বিতরণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন। উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সায়েক আহমদ ও আব্দুল মালিক বাবুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক কছেয় আহমদ, জেলা যুবলীগের সদস্য মোঃ মোশাহিদ আলী।
অন্যান্যদের বক্তব্য রাখেন যুবলীগ নেতা আসিফ নিয়াজ রনি, শাহীন আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাহাত ইমতিয়াজ রিপুল প্রমুখ।
কাপাসিয়ায় শোক দিবসে ছাত্রলীগের ফ্রি ব্লাডক্যাম্পিং ও বৃক্ষরোপণ
গাজীপুরের কাপাসিয়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী,বাংলাদেশের স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
উপজেলার ঘাগটিয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এর সহযোগী সংগঠন ইউনিয়ন ছাত্রলীগের সহযোগীতায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন,কালোব্যাজ ধারণ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান, শোকর্যালী,আলোচনা সভা,দোয়া মাহফিল,ফ্রি ব্লাডক্যাম্পিং ও বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে বিনম্র শ্রদ্ধার সাথে দিবসটি পালন করা হয়।
রবিবার (১৫ আগষ্ট) সকালে জাতীয় শোক দিবস উপলক্ষে ইউনিয়ন আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় ইউনিয়ন আওয়ামীলীগ ও তার বিভিন্ন সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গাজীপুর-৪ কাপাসিয়ার সাংসদ বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি’র নির্দেশনায় এবং উপজেলা ছাত্রলীগ ও ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ফ্রি ব্লাডক্যাম্পিং ও বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়। ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ফয়সাল মাঝির নের্তৃত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন মোল্লার সার্বিক তত্বাবধানে ইউনিয়ন পরিষদ চত্বর থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে বৃক্ষরোপণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন-ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তারেক হোসেন (রিপন), সাধারণ সম্পাদক মোঃ হারুন-অর-রশিদ (হিরণ মোল্লা),যুগ্ম -সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম (কলিম),সাংগঠনিক সম্পাদক সৈয়দ ওবাইদুল ইসলাম মাহবুব, ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ অলিউল্লাহ সরকার,কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ জাকির হোসেন ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ গিয়াস উদ্দিন, কামারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম দুলাল, উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ মনসুর আহমেদ,ঘাগটিয়া ছালামিয়া দাখিল মাদ্রাসার সুপার মোঃ মনিরুজ্জামান, কাপাসিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ গোলাম কিবরিয়া, ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আনোয়ার হোসেন, ওয়ার্ড ছাত্রলীগের সদস্য নূর মোহাম্মদ, মোঃ সুমন,দীপুসহ অন্যান্য নেতাকর্মী প্রমুখ।
মাদারীপুরে জাতীয় শোক দিবস পালিত
মাদারীপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মাদরাসা ও এতিমখানার ৪৬জন কৃতি ছাত্রদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। রোববার ১৫ই আগষ্ট বিকাল ৪ ঘটিকার সময় জেলা পরিষদের মিলনায়তনে এই কোরআন শরীফ বিতরণ করা হয়। এতে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন সাবেক নৌ পরিবহন মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা শাহাজান খান এমপি। এতে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী। কোরআন শরীফ বিতরণী অনুষ্ঠানে অন্যান্যে মধ্যে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা শ্রীনিবাস তরফদার, সদস্য মান্নান লষ্কর, আব্দুল্লাহ আল মামুন, শাহরিয়ার হোসেন রানা খান, আয়েশা সিদ্দিকা মুন্নী, নূরজাহান পারুলসহ অনেকেই। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত করা হয়।
এছাড়া জেলা পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসে সকাল ৮টায় জেলা পরিষদ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে ৩০০ অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ এবং জেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করা হয়েছে।
সোনারগাঁওয়ে জাতীয় শোক দিবস পালিত
নারায়ণগঞ্জ উপজেলার সোনারগাঁও উপজেলায় যথাযথ মর্যাদায় পালন করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস।
সোনারগাঁও উপজেলা সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল কায়সার বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম, উপজেলা যুবলীগের সভাপতি ও আহবায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম নান্নু,উপজেলা যুবলীগের সাবেক সভাপতি ও মেয়র প্রার্থী গাজী মুজিবুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আহবায়ক কমিটির সদস্য মোহাম্মদ আলী হায়দার, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী যুব পরিষদের সভাপতি এডভোকেট ফজলে ফজলে রাব্বী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য নাসরিন সুলতানা ঝরা, সোনারগাঁও পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ, সনমান্দী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, পৌরসভা যুবলীগের সভাপতি আসাদুল ইসলাম আসাদ,পৌরসভা আওয়ামী লীগ নেতা মামুন আল ইসমাইলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহদাৎ বার্ষিকী উপলক্ষে সোনারগাঁ উপজেলা প্রশাসন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জ ৩ সোনারগাঁ আসনের সংসদ সদস্য, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা বিভাগীয় অতিরিক্ত মহাসচিব লিয়াকত হোসেন খোকা, উপজেলা নির্বাহি অফিসার আতিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মোস্তফা মুন্না, সোনারগাঁ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবুল ওমর বাবু, সোনারগাঁ থানা ওসি (তদন্ত) এস এম শফিকুল ইসলাম, সোনারগাঁ উপজেলার সকল দপ্তরের অফিসার বৃন্দ ও পৌরসভা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
এছাড়াও শোক দিবস উপলক্ষে সোনারগাঁও মুক্তিযোদ্ধা সংসদ,সোনারগাঁ উপজেলা কমান্ড,মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেন।