নতুন আইজিপি বেনজীর র‌্যাবের নেতৃত্বে মামুন

সারাবেলা প্রতিবেদন, ঢাকা
র‌্যাব প্রধান বেনজীর আহমেদ এখন পুলিশ প্রধান। প্রায় সাড়ে চার বছর অভিজাত বাহিনী র‌্যাবের নেতৃত্ব দিয়ে আসা বেনজীর আহমেদকে পুলিশের মহা-পরিদর্শকের দায়িত্ব দিয়েছে সরকার। অন্যদিকে সিআইডির বর্তমান প্রধান চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে করা হয়েছে র‌্যাব মহাপরিচালক।
সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদনের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা বুধবার এই আদেশ জারি করে। সেখানে বলা হয়, নতুন আইজিপি ও র‌্যাব মহাপরিচালকের দায়িত্বের মেয়াদ শুরু হবে আগামী ১৫ই এপ্রিল থেকে।
এতদিন অতিরিক্ত মহা-পরিদর্শক পদে থাকা বেনজীর নতুন দায়িত্বে মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর স্থলাভিষিক্ত হচ্ছেন। আর ধানমন্ত্রীর অত্যন্ত আস্থাভাজন হিসেবে জাবেদ পাটোয়ারীর মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৩ই এপ্রিল, যিনি গেল ২৫ মাস ধরে বাংলাদেশ পুলিশ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন।
২০১৫ সালের ৭ই জানুয়ারি র‌্যাবের দায়িত্ব নিয়ে বেনজীর আহমেদ বলেছিলেন, এ বাহিনীকে তিনি ‘বিখ্যাত’ করবেন। ২০১৫ সালের ৭ই জানুয়ারি র‌্যাবের মহা পরিচালকের দায়িত্ব নেওয়ার আগে বেনজীর আহমেদ ঢাকা মহানগরের পুলিশ কমিশনারের দায়িত্ব পালন করেন। সরকারি চাকরিতে তার মেয়াদ রয়েছে ২০২২ সালের ৩০শে সেপ্টেম্বর পর্যন্ত।
১৯৮৮ সালের ফেব্রুয়ারিতে সহকারী পুলিশ সুপার হিসাবে পুলিশ বাহিনীতে যোগ দেওয়া বেনজীর সন্ত্রাস দমন বিষয়ে আন্তর্জাতিক প্রশিক্ষণ নিয়েছেন। জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর সদস্য হিসেবে বসনিয়া ও কসোভোতে কাজ করে এসেছেন তিনি।
বেনজীরের জন্মশহর গোপালগঞ্জ। স্নাতকোত্তর করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে। একই শিক্ষায়তনের ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ব্যবসায় প্রশাসনে পিএইচডিও করেছেন তিনি।
অন্যদিকে র‌্যাবের শীর্ষ পদে বেনজীরের উত্তরসূরি অতিরিক্ত মহা-পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৯ সালের ২০শে ডিসেম্বর।
সুনামগঞ্জ জেলার শাল্লা থানার শ্রীহাইল গ্রামে জন্ম নেওয়া এই পুলিশ কর্মকর্তা অবসরে যাবেন ২০২৩ সালের ১১ই জানুয়ারি।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন