ত্রাণ না পেয়ে বিক্ষোভ নারায়ণগঞ্জের ফতুল্লায়

অনলাইন প্রতিনিধি, নারায়ণগঞ্জ
ত্রাণের খাদ্যসামগ্রী না পেয়ে বিক্ষোভ করেছে নারায়ণগঞ্জের ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের মানুষ।বুধবার সকালে ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমবাগান এলাকার কয়েকশ’ মানুষ এই বিক্ষোভে অংশ নেন।
ত্রাণ না পাওয়ায় ওই ওয়ার্ডের মেম্বার আইয়ূব আলীল বিরুদ্ধে শ্লোগান দেন এবং ক্ষোভ জানান এলাকায় গরীব মানুষ। তাদের অভিযোগ, সরকারি ত্রাণ দেওয়ার কথা বলে ১৫ দিন আগে মেম্বার আইয়ূব আলী তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নেন। কিন্তু ত্রাণ না দিয়ে টালবাহানা করছেন তিনি।
বিক্ষোভকারীরা জানান, গত ৪ঠা এপ্রিল এলাকার এক ব্যবসায়ী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান। এরপর থেকে তাদের এলাকায় লকডাউন চলছে। এর আগে থেকেই তাদের কোনো কাজ নেই। এলাকার মেম্বার হয়েও আইয়ূব আলী কোনো খোঁজ খবর নেননি। এ এলাকায় নিম্নআয়ের মানুষের বাস বেশি।
তাদের প্রশ্ন, ত্রাণ দিতে না পারলে জাতীয় পরিচয়পত্রে ফটোকপি কেন নেওয়া হয়েছে। অনেকের অভিযোগ, তাদের কাছ থেকে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে আইয়ূব মেম্বার ত্রাণ আত্মসাৎ করেছেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আইয়ূব আলী বলেন, ‘আমার কাছে ত্রাণ চেয়েছেন এক হাজার লোক। ত্রাণ আসছে মাত্র ২০০ জনের। আমি কারে রাইখা কারে দিমু।’
এ ব্যাপারে কাশীপুর ইউনিয়নের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল বলেন, ‘চাহিদা অনুযায়ী সরকারি ত্রাণ আসেনি। যা এসেছে তা মেম্বারদের মাধ্যমে বিতরণ করা হয়েছে।’
বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘স্থানীয় বিএনপির নেতারা নেপথ্যে থেকে এটা করিয়েছে।’ অন্যসব ওয়ার্ডে এমন কেন হলো না জানতে চাইলে কোনো উত্তর দেননি তিনি।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন