|| অনলাইন প্রতিনিধি, লালমোহন (ভোলা) ||
এবার সরকারি ত্রাণের চাল মিলল ভোলার লালমোহনের বদরপুর ইউনিয়নের কাউন্সিলরের থাকার ঘরের মেঝের নিচে। রোববার সকালে ৯৯৯ এ কল পেয়ে লালমোহন থানা পুলিশ বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জুয়েলের ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে সাত বস্তা চাল খুঁজে পায়।
সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির এসব চাল লুকিয়ে রাখা ইউপি মেম্বার জুয়েল পালালেও তারা বাবা সাবেক কাউন্সিলর নান্নুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
লালমোহন থানার ওসি মীর খাইরুল কবির জানান, বোরবার সকাল ৬ টায় ট্রিপল নাইনে ফোন পাই যে, বদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জুয়েলের ঘরে মাটির নিচে চাল লুকিয়ে রাখা হয়েছে। পরে আমরা ওই বাড়িতে অভিযান চালাই।
এসময় কাউন্সিলর জুয়েলের ঘরের খাটের নিচ থেকে মাটি খুড়ে ৫ বস্তা ও ঘরের পেছন থেকে আরো ২ বস্তা চাল উদ্ধার করা হয়। এছাড়া সরকারি খাদ্য অধিদপ্তরের নাম লেখা ৭টি খালি বস্তা ও ৭টি খাদ্য বান্ধব কর্মসূচির কার্ড পাওয়া যায় ওই ঘরে।
একদিন আগে একই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলন ওমরের এলাকার বিভিন্ন বাড়ি ও নিজস্ব মিলে লুকিয়ে রাখা ১৫ বস্তা চাল উদ্ধার করা হয়। ওই ঘটনায় ইউপি চেয়ারম্যান ফরিদ তালুকদার, তার ভতিজা ইউপি কাউন্সিলর ওমরসহ ৪ জনকে আসামি করে মামলা করা হয়েছে।
কাউন্সিলর ওমরকে পুলিশ গ্রেফতার করে আদালত পাঠালে আদালত তাকে জেলে পাঠানোর নির্দেশ দেন।#
