|| সারাবেলা প্রতিবেদন ||
বাংলা চলচ্চিত্রের আরেক নায়ক সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘সৌমিত্র চট্টোপাধ্যায় তার সৃষ্টিশীল কর্মের মধ্য দিয়ে মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন।’ গতকাল রোবার ১৫ই নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় একথা জানানো হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোকবার্তায় বলেন, ‘প্রতিভাবান এই শিল্পীর মৃত্যুতে অভিনয় জগতে এক বিশাল শূন্যতা সৃষ্টি হলো। মরহুমের আত্মার শান্তি কামনা করি এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
প্রসঙ্গত, কলকাতার বেলভিউ হাসপাতালে শেষ ৪০ দিন টানা করোনাসহ নানা শারীরিক জটিলতার সঙ্গে লড়াই করেছেন বাংলা সিনেমার এই অভিনেতা-নাট্যকার-বাচিকশিল্পী-কবি ও চিত্রকর। তিনি করোনায় আক্রান্ত হয়ে ৬ই অক্টোবর ওই হাসপাতালে ভর্তি হন। এর আগে তিনি ক্যানসারেও আক্রান্ত হয়েছিলেন। তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছিল, তার শ্বাসনালিতে অস্ত্রোপচারও করা হয়। গত ১৩ই নভেম্বর থেকে তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটে। হৃদযন্ত্র আর কিডনির জটিলতা অনেকটা বেড়ে যায়। রবিবার বেলা সোয়া ১২টার দিকে এই অভিনেতা মারা যান।