সুস্থ হয়ে উঠছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

সুস্থ হয়ে উঠছেন করোনাভাইরাসে সংক্রমিত গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তার নিউমোনিয়া সংক্রমণ ভাল হওয়ার পথে। এখন অক্সিজেন সহায়তাও কম লাগছে তার। ফুসফুসের সংক্রমণ আগের চেয়ে কমে আসলেও তিনি এখনো সম্পূর্ণ ঝুঁকিমুক্ত নন।

গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক অধ্যাপক মামুন মোস্তাফীর বরাতে গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ বৃহস্পতিবার রাত আটটার দিকে এসব তথ্য জানিয়েছেন। তিনি জানান, জাফরুল্লাহ চৌধুরীর মারাত্মক নিউমোনিয়ার ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং অক্সিজেন গ্রহণের পরিমাণও কমে আসছে। তাঁকে নিয়মিত ডায়ালাইসিস, পরিমিত অ্যান্টিবায়োটিক ও বিশেষায়িত ফিজিওথেরাপিও দেওয়া হচ্ছে।

গেল ৪ঠা জুন রাতে ৭৯ বছর বয়স্ক এই মুক্তিযোদ্ধা চিকিৎসকের শারীরিক অবস্থার অবনতি হয়। তাকে ভর্তি করা হয় তারই গড়া চিকিৎসা প্রতিষ্ঠান ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে।

মো. ফরহাদ জানান, শনিবার থেকেই ধীরে ধীরে তাঁর উন্নতি হতে থাকে। বৃহস্পতিবার বিকেলে ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসের এক্সরে করা হয়েছে। তার ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ কমে এসেছে। শারীরিক অবস্থারও আগের চেয়ে উন্নতি হয়েছে। ইতিমধ্যেই তাঁর চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ডও গঠন করা হয়েছে।

এরআগে গত ২৫শে মে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত করোনা শনাক্তে র‍্যাপিড টেস্টিং কিট দিয়ে পরীক্ষা করিয়ে জাফরুল্লাহ চৌধুরী জানান, তিনি করোনাভাইরাসে সংক্রমিত। এ ছাড়া বিএসএমএমইউর পরীক্ষা থেকেও ২৮শে মে তাঁর করোনা পজিটিভ আসে। ৭৯ বছর বয়স্ক এই মুক্তিযোদ্ধা চিকিৎসক ২৯শে মে থেকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর স্ত্রী এবং ছেলেও করোনাভাইরাসে সংক্রমিত।

গণস্বাস্থ্য কেন্দ্র থেকে জানানো হয়, জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক মামুন মোস্তাফী ও অধ্যাপক নজীবের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। সেখানে তাকে আরো কিছুদিন থাকতে হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন