|| অর্থবাজার প্রতিবেদন, ঢাকা ||
দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও নির্বাহী সম্পাদক পীর হাবিবুর রহমানের ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইনানশিয়াল ইনটেলিজেন্স ইউনিট। এই দুই সাংবাদিকের লেনদেনের সব তথ্য, কেওয়াইসি (নো ইওর কাস্টমার) ফর্মসহ হিসাব সম্পর্কিত সমস্ত তথ্য সরবরাহ করতে দেশের সব ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হয়েছে। সোমবার এ তথ্য নিশ্চিত করেছে ফাইনানশিয়াল ইনটেলিজেন্স ইউনিটের ঊর্ধ্বতন এক কর্মকর্তা।
ঐ কর্মকর্তা বলেন, “হ্যাঁ, এটা ওপেন সার্চ করা হচ্ছে। আমরা সব ব্যাংকের কাছে তাদের দুজনের হিসাব সম্পর্কে সব ধরনের তথ্য চেয়েছি। তলব করা তথ্য ও নথির ভেতর রয়েছে যাবতীয় কাগজপত্রসহ হিসাব খোলার ফর্ম, কেওআইসি, ট্রানজেকশান প্রোফাইল, শুরু থেকে হালনাগাদ লেনদেন বিবরণী ইত্যাদি।
বাংলাদেশ ফাইনানশিয়াল ইনটেলিজেন্স ইউনিট প্রধানত সন্দেহজনক আর্থিক লেনদেন, অর্থপাচার, সন্ত্রাসবাদে অর্থায়নের তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ করে এবং আইন প্রয়োগকারী ও সরকারের অন্যান্য সংস্থাগুলোকে সেগুলো সরবরাহ করে থাকে। এর পাশাপাশি দুর্নীতি দমন কমিশন, জাতীয় রাজস্ব বোর্ড, পুলিশের অপরাধ তদন্ত বিভাগসহ অন্যান্য সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করে ফাইনানশিয়াল ইনটেলিজেন্স ইউনিট।
নঈম নিজাম ও পীর হাবিবের ব্যাংক হিসাব কেন তলব করা হয়েছে জানতে চাইলে ওই কর্মকর্তা বলেন, “কোনও এজেন্সি বা কোনও সংস্থা থেকে চাইলে কিংবা গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে আমরা ওপেন সার্চে যাই। ওপেন সার্চ হলে সব ব্যাংকেই তথ্য চাওয়া হয়। আবার কখনো যদি সুনির্দিষ্ট কোনো অ্যাকাউন্ট সম্পর্কে সরকারের কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকারি সংস্থা তথ্য চায়, তখন সুনির্দিষ্ট ওই ব্যাংকেই তথ্য চাওয়া হয়।”
কোন সংস্থা থেকে তাদের এসব তথ্য চাওয়া হয়েছে জানতে চাইলে বিষয়টিকে ‘অতি গোপনীয়’ হিসেবে বর্ণনা করেন ওই কর্মকর্তা।
৩ thoughts on “সাংবাদিক নঈম নিজাম ও পীর হাবিবের ব্যাংক হিসাবের খোঁজ”
Hi, yeah this paragraph is in fact good and I have learned lot of things
from it about blogging. thanks.
Your method of telling everything in this article is
actually good, every one can easily understand it, Thanks a lot.
I visited many web sites but the audio feature for
audio songs current at this site is in fact marvelous.