সমালোচনার মুখে বদলি এসএমপি কমিশনার কিবরিয়া

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত যুবক রায়হান আহমদ হত্যায় সমালোচনার মুখে বদলি হতে হলো সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়াকে।

|| সারাবেলা প্রতিনিধি, সিলেট ||

সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে নির্যাতনে নিহত যুবক রায়হান আহমদ হত্যায় সমালোচনার মুখে বদলি হতে হলো সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার গোলাম কিবরিয়াকে। রায়হান হত্যাকান্ডে তাঁর পরিবারের ছয়টি দাবির মধ্যে একটি ছিলো পুলিশ কমিশনারের পূর্ণাঙ্গ বক্তব্য। তবে এই বিষয়ে গণমাধ্যমকে এড়িয়ে যান তিনি।

বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে বদলি করা হয়। একই প্রজ্ঞাপনের মাধ্যমে দেশের আরো ১৮জন পুলিশ কর্মকর্তাকে বদলি/পদায়নের আদেশ দেওয়া হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন