|| বার্তা সারাবেলা ||
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী এবং সংসদ সদস্যদ্বয় শেখ হেলাল উদ্দিন এবং শেখ সালাউদ্দিন আহমেদ জুয়েলের মাতা শেখ রাজিয়া নাসেরের ইন্তেকালে গভীর শোক ও দুঃখপ্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।
সোমবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮৩ বছর বয়সে রাজিয়া নাসেরের ইন্তেকালে (ইন্নালিল্লাহি……………….রাজিউন) তথ্যমন্ত্রী তাঁর বিদেহীআত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য, শেখ রাজিয়া নাসের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর দাদী।
শোকবার্তায় ড. হাছান মাহমুদ প্রয়াত শেখ রাজিয়া নাসেরকে একজন মমতাময়ী রত্নগর্ভা মাতা হিসেবে উল্লেখ করে বলেন, তিনি সন্তানদের জাতির একনিষ্ঠ সেবক হিসেবে গড়ে তুলেছেন।