|| সারাবেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ||
শুরু হয়েছে ৭ দিনের ‘কঠোর লকডাউন’। করোনার দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণব্যাপকতা ঠেকাতে ‘সর্বাত্মক বিধিনিষেধ’ দিয়ে বুধবার ১৪ই এপ্রিল থেকে সারাদেশে শুরু হয়েছে সরকার ঘোষিত এই লকডাউন শুরু হয়েছে। লকডাউনের জন্য ১৪ থেকে ২১শে এপ্রিল পর্যন্ত জনচলাচলের সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা থাকবে। অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে বের হওয়া যাবে না।
এই লকডাউনে শিল্প-কলকারখানা, ব্যাংক ও জরুরি সেবা ছাড়া অফিস-গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। জনচলাচলে বিধি-নিষেধ মানতে বাধ্য করতে মাঠে রয়েছেন পুলিশ।
বুধবার সরেজমিনে দেখা গেছে, সিরাজগঞ্জের বিভিন্ন সড়কে, মোড়ে মোড়ে পুলিশ চেকপোস্ট বসিয়ে যারা বাইরে বের হয়েছেন তাদের জিজ্ঞাসাবাদ করছে।
রিকশা, মোটরসাইকেল, মাইক্রোবাস, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন থামিয়ে থামিয়ে জিজ্ঞেস করছেন কে কোথায় যাবেন। যথাযথ কারণ বলতে না পারলে গাড়ির আরোহী, চালক ও পথচারীদের গন্তব্যে যেতে দেওয়া হচ্ছে না।
শামসুল আলম তাড়াশ থেকে মোটর সাইকেল করে তার অসুস্থ মাকে নিয়ে সিরাজগঞ্জে ডাক্তার দেখাতে আসেন৷ রাস্তায় পুলিশের কাছে সঠিক কারণ বলে আসতে হয়েছে বলে তিনি আমাদের জানান।
এ ব্যাপারে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী বলেন, আমাদের অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে, দোকানপাট যেগুলো বন্ধ রাখার, সেগুলো বন্ধ রাখার চেষ্টা করা হচ্ছে। যথাযথ কারণ ছাড়া আমরা কাউকে যাতায়াত করতে দিচ্ছি না। আমাদের পক্ষ থেকে লকডাউন মানাতে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে।