রিজভীর দাবি ভুয়া সনদের কারণেই কমছে কোভিড-১৯ পরীক্ষা

দেশে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা কমে যাওয়ার কথা জানিয়ে বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, হাসপাতালগুলো থেকে ভুয়া সনদ দেওয়া হচ্ছে বলেই পরীক্ষা করাতে যাচ্ছে না।

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

দেশে কোভিড-১৯ এর নমুনা পরীক্ষা কমে যাওয়ার কথা জানিয়ে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, হাসপাতালগুলো থেকে ভুয়া সনদ দেওয়া হচ্ছে বলেই পরীক্ষা করাতে যাচ্ছে না।

সরকার ও সরকারি কর্মকান্ডের প্রতি মানুষ আস্থা হারিয়ে ফেলেছে দাবি করে রিজভী বলেন, অসুস্থ না হয়েও যদি তাকে পজিটিভ সার্টিফিকেট দেয়া হয়, তাহলে তো তার সবই শেষ। আর যে অসুস্থ আছে, যে আক্রান্ত হয়েছে, তাকে যদি দেয় নেগেটিভ সার্টিফিকেট। এই আতঙ্ক নিয়ে কেনো মানুষ হাসপাতালে যাবে? কেনো পরীক্ষা করাবে? এই কারণে করোনা পরীক্ষার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

সোমবার ২০শে জুলাই জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের এক মানববন্ধনে তিনি বলেন, যার করোনা হয়নি, তাকে যদি পজিটিভ সার্টিফিকেট দেয়া হয়, তাহলে এই দেশ কিসের ওপর চলছে আপনারা নিজেরাই বুঝতে পারছেন।

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এই মানববন্ধনে সংগঠনের আহ্বায়ক রফিতুল ইসলাম মাহতাব ও সদস্য সচিব আবদুর রহিমের পরিচালনায় অন্যদের মধ্যে ওমর ফারুক, আমির হোসেন, জহিরুল ইসলাম বাশার বক্তব্য দেন।

দেশে করোনাভাইরাস পরীক্ষার ল্যাবের সংখ্যা বাড়ানো হলেও জুলাইয়ের শুরু থেকে দৈনিক পরীক্ষার সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। তাতে শনাক্ত রোগীর সংখ্যাও কমে আসছে, যা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞদের কেউ কেউ। সংবাদপত্রে আসা এমন খবরের প্রসঙ্গ ধরে রিজভী বলেন, পরীক্ষা কমে গেছে, কারণ মানুষ যাচ্ছে না। অসুস্থ না হয়েও যদি তাকে পজিটিভ সার্টিফিকেট দেয়া হয়, তাহলে তো তার সবই শেষ। আর যে অসুস্থ আছে, যে আক্রান্ত হয়েছে, তাকে যদি দেয় নেগেটিভ সার্টিফিকেট। এই আতঙ্ক নিয়ে কেনো মানুষ হাসপাতালে যাবে? কেনো পরীক্ষা করাবে? এই কারণে করোনা পরীক্ষার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে।

এই পরিস্থিতির জন্য সরকারকে দায়ী করে বিএনপি নেতা রিজভী বলেন, এমন অবস্থা তৈরি হয়েছে অনাচার-অবিচার, রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতাকে ভয়ঙ্করভাবে দমন করার মধ্য দিয়ে। এই দমন করার মধ্য দিয়েই আমরা দেখেছি এই অনাচারগুলো, এই জাল-জালিয়াতি, এই বাটপারি তৈরি হয়েছে, সমাজের মধ্যে সাহেদদের (রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদ করিম) উত্থান হয়েছে।

বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিবের ভাষায়, ভোট নিয়ে যদি জালিয়াতি করে, তাহলে মানুষের অসুস্থ্য নিয়ে জালিয়াতি হবে না কেন?

বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় এসে অন্য দেশের জেলেরা মাছ ধরে নিয়ে যাচ্ছে অভিযোগ করে সেজন্যও সরকারের সমালোচনা করেন রিজভী। এ অবস্থা থেকে উত্তরণে আন্দোলন গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন