মার্কেট খুলতে সরকারের কোনও জোরাজুরি নাই

|| সারাবেলা প্রতিবেদক, ঢাকা ||

করোনার চলমান পরিস্থিতির মধ্যে সাধারন ছুটির মেয়াদ বাড়ানোর পাশাপাশি আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ১০ মে থেকে দোকান-পাট ও শপিং মল খোলার অনুমতি দিয়েছে সরকার। এর ফলে দেশের সকল দোকান-পাট ও শপিং মল খুলতে বাধা না থাকলেও দেশের বৃহৎ দুটি শপিং মল (বসুন্ধরা ও যমুনা ফিউচার পার্ক) না খোলার সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘স্বাস্থ্যবিধি মেনে দোকান-পাট ও শপিংমল খোলার অনুমতি দেওয়া হয়েছে। দেশের বড় দুটি শপিং মল (বসুন্ধরা ও যমুনা ফিউচার পার্ক) না খোলার সিদ্ধান্ত নিয়েছে।  কেউ যদি মনে করে দোকান খোলা ঠিক হবে না, তারা খুলবে না। এ ক্ষেত্রে সরেকারের পক্ষ থেকে তো কোনও জোরাজুরি নাই।’

মন্ত্রী আরও বলেন, গণপরিবহন বন্ধ রয়েছে এ অবস্থায় ক্রেতারা মার্কেটে আসবেন কীভাবে- এমন প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘যিনি যে এলাকার বাসিন্দা তিনি সেই এলাকার মার্কেটে প্রয়োজনীয় জিনিসপত্র কিনবেন। এজন্য গণপরিবহনের খুব বেশি প্রয়োজন হবে না।’

উল্লেখ্য,  সারা দেশে হাট-বাজার, ব্যবসা কেন্দ্র, দোকানপাট ও শপিং মলগুলো সকাল ১০টা থেকে বিকেল ৪টার পর্যন্ত সীমিত পরিসরে খোলা রাখা যাবে। তবে মানতে হবে নিচে উল্লেখিত শর্তগুলো:

  • বড় শপিং মলের প্রবেশমুখে হাত ধোঁয়ার ব্যবস্থা ও স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
  • শপিং মলে আসা যানবাহনকে অবশ্যই জীবাণুমুক্ত করার ব্যবস্থা রাখতে হবে।
  • বেচাকেনার সময় ক্রেতা-বিক্রেতাদের পারস্পরিক দূরত্ব বজায় রাখাসহ অন্যান্য স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করতে হবে।
  • দোকানপাট এবং শপিং মল বিকাল ৪টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে।

সসা/এসএম

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন