|| সারাবেলা প্রতিবেদন ||
গৃহবধূ বিবস্ত্র, শারীরিক সম্পর্ক করতে রাজী না হওয়ায় বিবস্ত্রের নির্যাতনের ছবি ভাইরাল করা, নবীগঞ্জে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, গোপালগঞ্জের কোটালীপাড়ায় নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, পূর্ব বিরোধের জেরে জোর করে বাসায় ঢুকে ছুরির ভয় দেখিয়ে পাঁচ সন্তানের মাকে ধর্ষণের অভিযোগ। এসবে সংক্ষুব্ধ বাংলাদেশ। মানুষ হতবাক।এরই মধ্যে গণমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, গত ৯ মাসে দেশে ধর্ষিত ৯৭৫ জন নারী। এর মধ্যে সংঘবদ্ধ ধর্ষনের শিকার হয়েছেন ২০৮ জন। আর ধর্ষণের পর খুন হয়েছেন ৪৩ জন। অপমান সইতে না পেরে আত্মহত্যা করেছেন ১২ জন।

এমন বাংলাদেশ মানতে না পেরে প্রতিবাদে অপমানে ফুসে উঠেছে দেশের মানুষ। বিক্ষুব্ধ হয়েছে ছাত্রশিক্ষার্থিরা।বিক্ষোভে ফেটে পড়েছে বিবস্ত্র নারীর জেলা শহর নোয়াখালী। বিক্ষোভ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ফুসেছে শাহবাগ। প্রতিবাদের রাস্তায় অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি নুরুল ইসলামের নেতৃত্বাধীণ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বিক্ষুব্ধ প্রকাশে সামিল হয়েছে ছাত্র ইউনিয়ন, প্রগতিশীল ছাত্রজোট, জাতীয়তাবাদী ছাত্রদলসহ সাধারণ শিক্ষার্থিরা। রাস্তায় নেমেছে রাজধানীর উত্তরার ছাত্রছাত্রী। বিক্ষোভ হয়েছে সিরাজগঞ্জেও। এদিকে বিবস্ত্র নারীর নির্যাতনের ভিডিও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সরিয়ে নিতে টেলেযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসিকে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। আর এমন ছবি ভাইরাল করাকে ‘কুরুচিপূর্ণ’ বলেছেন আইনমন্ত্রী।
যা বলছেন মন্ত্রীরা
ধর্ষণের বিরুদ্ধে দলমত-নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘সরকার ক্ষমতায়, কী করে দায় এড়াবে? এসব ব্যাপারে সরকার প্রশ্রয়ও দিচ্ছে না। প্রতিটি ব্যাপারে সরকার ব্যবস্থা নিচ্ছে। দলীয় পরিচয়ের কেউ থাকলেও তাকে আইনের আওতায় আনতে হবে। আর তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ধর্ষকরা ‘দুষ্কৃতকারী’, তাদের অন্য কোনো পরিচয় থাকতে পারে না; এদের দমনে সরকার ‘বদ্ধপরিকর’।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার একথা জানিয়েছেন, ফোনালাপের অডিও কিংবা ভিডিও ফাঁস রোধ করে মানুষের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দিতে সংশ্লিষ্ট আইন সংশোধনের উদ্যোগ নিচ্ছে সরকার।
বিএনপির অবস্থান
নারীদের নিরাপত্তার জন্য দেশজুড়ে গ্রামে-পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান জানিয়েছে বিএনপি। দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার সকালে রাজধানীতে এক মানববন্ধনে নারী নির্যাতনের কয়েকটি ঘটনা তুলে ধরে এ আহ্বান জানান। আজকে মুক্তিযুদ্ধের প্রজন্ম যাদের বাবারা এই দেশ রক্ষা করার জন্য পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছে তাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে রজিভী বলেন, পরিস্থিতি মোকাবিলায় গ্রামে গ্রামে, পাড়া-মহল্লায় নতুন প্রজন্মকেই এগিয়ে আসতে হবে।
পর্দা বাধ্যতামূলক চায় হেফাজত
ধর্ষণ, নারী নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি এসব ঠেকাতে পর্দা বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী।
সংক্ষোভ বিক্ষোভ
গৃহবধূকে বেঁধে বিবস্ত্র করে নির্যাতন, শ্লীলতাহানি ও শারীরিক সম্পর্ক করবার অভিপ্রায়ে বিবস্ত্রের ছবি ভাইরাল করার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়েছে ওই নারীর জেলা শহর নোয়াখালী। সোমবার সকাল ১০টা থেকে জেলা শহরে মানববন্ধন ও বিক্ষোভ করা হয়েছে। জেলা শহরের প্রধান সড়ক জেলা প্রশাসক অফিসের সামনে, পুলিশ সুপারের অফিসের সামনে, প্রেসক্লাব, আইনজীবী সমিতি, জেলা জজ আদালতের সামনে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠন মানববন্ধন শেষে বিক্ষোভে ফেটে পড়ে।



বিক্ষুুব্ধদের শান্ত করার চেষ্টা করতে ব্যর্থ হয় পুলিশ। সময় যত বাড়তে থাকে, শহরে প্রতিবাদের বিক্ষোভের ঝড়ও বাড়তে দেখা যায়। প্রতিবাদ ও বিক্ষোভকারীরা এ সময় বিভিন্ন স্লোগান দেন। তারা বলেন, নির্যাতনকারীদের ফাঁসি চাই। এ সময় বিক্ষোভকারীরা নির্যাতনকারীদের ফাঁসির দাবিসংবলিত প্ল্যাকার্ড, পোস্টার ও ব্যানার বহন করেন।
বিক্ষোভ হয়েছে রাজধানী ঢাকার শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও উত্তরাতেও। সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের বিচার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে সম্মিলিত ছাত্র-জনতা।
সোমবার বেলা ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে গণঅবস্থান নেয় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও প্রগতিশীল ছাত্রজোট। এতে ছাত্র-জনতা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিলে জাদুঘরের সামনে থেকে সরে এসে শাহবাগ মোড় অবরোধ করে প্রতিবাদ জানায় তারা।
এই গণঅবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর বক্তৃতা করেন। এদিকে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। দেশব্যাপী নারী নির্যাতন ও ধর্ষণ বন্ধে ব্যর্থ হওয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পদত্যাগ দাবি করা হয় এসব বিক্ষোভ সমাবেশ থেকে।



এদিকে সিলেট এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে যাওয়া তরুণীকে সংঘবদ্ধ ৬ ধর্ষকের কুশপুত্তলিকা দাহ করেছে সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা। সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে তাদের কুশপুত্তলিকা দাহ করা হয়।
মামলা গ্রেফতার চারজন রিমান্ডে
প্রসঙ্গত, নোয়াখালীর বেগমগঞ্জে ঘরে ঢুকে এক গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন করেছে একদল যুবক ও কিশোর। ছেলের বয়সী ওইসব কিশোর-যুবকের পায়ে ধরেও রেহাই পাননি ৩৭ বছর বয়সী ওই নারী।
ভয়ে ৩২ দিন আগের ঘটনাটি কাউকে জানাতেও পারেননি নির্যাতিতা কিংবা তার স্বজনরা। ২রা সেপ্টেম্বর রাতের ঘটনার একটি ভিডিওচিত্র রোববার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হলে তা জানাজানি হয়।
নির্যাতনের শিকার নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় শনিবার রাত পৌনে ১২টার দিকে আলাদা দুটি মামলা করেন। একটি মামলা করেন নারী ও শিশু নির্যাতন দমন আইনে। অন্যটি পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে।
মামলার এজাহারের নারী উল্লেখ করেন, তার স্বামীকে বেঁধে রেখে আসামিরা তাকে ধর্ষণের চেষ্টা করেন। তারা এ ঘটনার ভিডিওচিত্র ধারণা করেন। গত এক মাস ধরে তারা এই ভিডিও ছড়িয়ে দেয়ার কথা বলে তাকে অনৈতিক প্রস্তাব দেন। অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় তারা এই ভিডিও ছেড়ে দেন। আসামিরা হলেন- বাদল, মো. রহিম, আবুল কালাম, ইস্রাফিল হোসেন, সাজু, সামছুদ্দিন সুমন, আবদুর রব, আরিফ ও রহমত উল্যা। তাদের সবার বাড়ি বেগমগঞ্জে। প্রধান আসামিসহ দুইজনকে ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করেছে রর্যাব ।



নোয়াখালীর পুলিশ আরও দুইজনকে গ্রেফতার করেছে বলে জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানিয়েছেন। এদেরকে ইতোমধ্যেই রিমান্ডে নিয়েছে পুলিশ।
বেগমগঞ্জ মডেল থানার ওসি হারুনুর রশীদ জানান, নির্যাতনের শিকার ওই নারী বাদী হয়ে রোববার রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। সেখানে ৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করা হয়।
এর আগে ২৫শে সেপ্টেম্বর এমসি কলেজে স্বামীর সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হন এক নববধূ। রাত সাড়ে ৮টার দিকে স্বামীর কাছ থেকে ওই গৃহবধূকে জোর করে তুলে নিয়ে ছাত্রাবাসে ধর্ষণ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় কলেজের সামনে তার স্বামীকে বেঁধে রাখা হয়।
এ ঘটনায় ভিকটিমের স্বামী বাদী হয়ে শাহপরাণ থানায় মামলা করেন। মামলায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীসহ অজ্ঞাত আরও তিনজনকে আসামি করা হয়। এ পর্যন্ত মামলার ছয়জন এজাহারভুক্ত আসামিসহ ৮ জন গ্রেফতার হয়েছেন।