|| সারাবেলা প্রতিনিধি, মধ্যপ্রাচ্য ||
বাহরাইনে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মুহাম্মাদ নজরুল ইসলাম মধ্যপ্রাচ্যের দেশটির ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাহরাইন চেম্বারের সঙ্গে মতবিনিময় করেছেন। সোমবার এই অনলাইন বৈঠকে অংশগ্রহণ করেন বাহরাইন চেম্বারের চেয়ারম্যান সামীর নাস, সিইও শাকের ইব্রাহিম ও ডেপুটি সিইও আব্দুল্লাহ বাদের।
আলোচনার শুরুতে চেয়ারম্যান নাস মান্যবর রাষ্ট্রদূতকে বাহরাইনে স্বাগত জানান এবং বন্ধুপ্রতীম দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক জোরদারে গুরুত্বারোপ করেন।
ড. নজরুল বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস, আইসিটি, গার্মেন্টস সহ বিভিন্ন সেক্টরে বাহরাইনের বাণিজ্য বৃদ্ধির সম্ভাবনার কথা তুলে ধরেন। এছাড়া তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত ১০০টি বিশেষ অর্থনৈতিক জোনে বাহরাইনকে বিনিয়োগের আহ্বান জানান।
বাহরাইন চেম্বারের পক্ষে সামীর নাস রাষ্ট্রদূতের সাথে একমত পোষণ করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে আন্তরিক সহযোগিতার আশ্বাস দেন। বিশেষ করে তিনি ফার্মাসিউটিক্যালস সেক্টরে বাংলাদেশী স্বনামধন্য ঔষধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের পণ্য বাহরাইনে উৎপাদনের আগ্রহ প্রকাশ করেন। এ লক্ষ্যে দু’দেশের শীর্ষ ব্যবসায়ী ও প্রতিষ্ঠানের মধ্যে পারস্পরিক সফর আয়োজন এবং নেতৃবৃন্দের অংশগ্রহণে অচিরেই একটি ওয়েবিনার বা অনলাইন মতবিনিময় সভা আয়োজনের আন্তরিক আগ্রহ প্রকাশ করেন।
মতবিনিময় সভায় উভয় পক্ষই দুদেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠানের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে একমত হন। বৈঠকে রাষ্ট্রদূত করোনাভাইরাস প্রতিরোধে বাহরাইন সরকারের গৃহীত ব্যবস্থার প্রশংসা করেন। মহামারী পরবর্তীকালে বাংলাদেশ থেকে বাহরাইনে দক্ষ জনশক্তি নিয়োগের ব্যাপারেও এসময় গুরুত্বপূর্ণ আলোচনা হয়।