|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
রাষ্ট্রব্যবস্থার সংস্কার দাবিতে সোচ্চার সংগঠন রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভুঁইয়াকে বাসা থেকে তুলে নিয়ে গিয়েছে সাদা পোশাকের একদল লোক। দিদারকে নিয়ে যাওয়ার সময় নিজেদেরকে র্যাব-তিন এর সদস্য বলে পরিচয় দিয়েছে।
আজ মঙ্গলবার সন্ধ্যায় বাসায় ইফতারের আয়োজন করছিলেন দিদার। বাসার দরজায় নক করে র্যাব তিন এর পরিচিয় দেয় সাদাপোশাকের কয়েকজন লোক। বাসার নিচে এসময়ে একটি মাইক্রোবাস দাঁড়ানো ছিল।
দিদারের ভগ্নিপতি জাকির চৌধুরী জানান, মঙ্গলবার সন্ধ্যায় চ-৫১/১ উত্তর বাড্ডার বাসায় ইফতার তৈরির আয়োজন করছিলেন দিদার। এ সময় বাসার দরজায় নক করে র্যাব-৩ এর পরিচয় দেয় সাদা পোশাকে আসা কয়েকজন লোক। বাসার নিচে একটি মাইক্রোবাস দাঁড়ান ছিল। দিদারকে নিয়ে যাওয়ার সময়ে তার স্ত্রী সন্তান কান্নাকাটি করলে লোকগুলো জানায়, ‘কিছু হবে না, নিশ্চিন্তে থাকুন।’
এদিকে রাস্ট্রচিন্তার ঢাকা ইউনিটের সদস্য অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম বলেন, ‘কোন ধরনের গ্রেফতারি পরোয়ানা ছাড়া এবং বিনা ইউনিফর্মে একটি বাহিনীর নাম ব্যবহার করে তাকে বাসা থেকে তুলে নেয়ার আমরা তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন । আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং অবিলম্বে তাকে নিরাপদে ফিরিয়ে দেয়ার দাবী জানাচ্ছি ।
এ বিষয়ে র্যাব-৩ এর এএসপি জাফর জানিয়েছেন, এ নামে কাউকে র্যাব-৩ এ আনা হয়নি। এ ধরনের কোনো অভিযানের তথ্যও র্যাব-৩ এর কাছে নেই।#