বাসায় শিক্ষার্থীদের পড়াশোনার আহ্বান শিল্প প্রতিমন্ত্রীর

শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে আজ দেশব্যাপী স্বাস্থ্যবিধি মেনে নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার করোনা পরিস্থিতিতে বাসায় মনোযোগসহকারে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

|| বার্তা সারাবেলা ||

শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে আজ দেশব্যাপী স্বাস্থ্যবিধি মেনে নতুন পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার করোনা পরিস্থিতিতে বাসায় মনোযোগসহকারে পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

শুক্রবার ১লা জানুয়ারী  রাজধানীর মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বালকশাখায় নতুন পাঠ্যপুস্তক বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতা করেন।

শিল্প প্রতিমন্ত্রী বলেন, করোনাস্বত্বেও ছাত্রছাত্রীদের লেখাপড়া যাতে বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে সরকার সর্বোচ্চ আন্তরিকতার সাথে কাজ করছে। এর অংশ হিসেবে বছরের প্রথমদিনই শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যপুস্তক তুলে দেয়া হচ্ছে।

ছাত্রছাত্রীদের স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়ে তিনি বলেন, করোনা হতে বাঁচতে বিনাপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করা থেকে বিরত থাকতে হবে।

সংবাদ সারাদিন