বহিস্কার হলেন ধর্ষণে অভিযুক্ত মাদারীপুরের আ.লীগ নেতা

|| অনলাইন প্রতিনিধি, মাদারীপুর ||
সংখ্যালঘু এক তরুণীকে ধর্ষণের অভিযোগে বহিস্কার হয়েছে জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য সাকিলুর রহমান তালুকদার (সোহাগ)। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য সাকিলুর রহমান তালুকদার সোহাগ সংখ্যালঘু এক তরুণীকে ধর্ষণ করেছে বলে অভিযোগ উত্থাপিত হয় এবং সেই নারী বাদী হয়ে গত ১৮ই মার্চ ঢাকার ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাও করেন। বর্তমানে ওই মামলায় সাকিলুর রহমান তালুকদার সোহাগ গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন। এ কারণে দলের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় তাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এবিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, সোহাগ তালুকদার ঐ তরুণীকে শুধু ধর্ষণই করেননি; তার বিরুদ্ধে দলের শৃংখলা ভঙ্গের আরো অভিযোগ রয়েছে। তাই তাকে দল থেকে সাময়িক বহিস্কার করে নোটিশটি কেন্দ্রে পাঠানো হয়েছে; যাতে স্থায়ী ভাবে তাকে দল থেকে বহিস্কার করা হয়।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন