বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিং শুরু শিগগিরই

।।সারাবেলা প্রতিবেদন, ঢাকা।।

বঙ্গবন্ধুর বায়োপিক নির্মাণের কাজ শিগগিরই শুরু হতে যাচ্ছে। তথ্যমন্ত্রী হাছান মাহমুদ ও ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাস বুধবার সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের এ কথা জানিয়েছেন।

এর আগে তথ্যমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার। সেখান থেকে বেরিয়ে তারা গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন।

এ সময় তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেন, ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনায় বঙ্গবন্ধুর উপর একটি বায়োপিক নির্মিত হচ্ছে। কোভিডের কারণে এটি আপাতত বন্ধ আছে। তবে খুব সহসা কাজ শুরু হবে।

খুব সহসা দুই দেশের যৌথ প্রযোজনায় মুক্তিযুদ্ধের উপর একটি প্রামাণ্য চলচ্চিত্রের কাজ শুরুর বিষয়েও কথা হয়েছে বলে মন্ত্রী জানান।

ভারতের হাই কমিশনার বলেন, আমি হাই কমিশনার থাকার সময়েই বঙ্গবন্ধুর উপর একটি বায়োপিক হচ্ছে। শ্যাম বেনেগাল এটা পরিচালনা করবেন।

বায়োপিকের অনেক কাজ এগিয়ে গেলেও কোভিডের জন্য শুটিং শুরু হতে পারেনি জানিয়ে রীভা গাঙ্গুলী বলেন, হোপফুলি এখন যেহেতু সবকিছু নরমাল হচ্ছে, শুটিং স্টার্ট হবে। আমরা যৌথভাবে বঙ্গবন্ধুকে নিয়ে একটা ডকুমেন্টারি ফিল্মও করব, সেটার কাজও এগোচ্ছে ধীরে ধীরে।

মুজিববর্ষের প্রথমদিন ১৭ মার্চ এফডিসিতে মহরতের পরদিন থেকে বঙ্গবন্ধুর বায়োপিকের শুটিংয়ের সূচি নির্ধারিত ছিল। কিন্তু করোনা ভাইরাসের কারণে তা হতে পারেনি।   

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন