অনলাইন সারাবেলা
প্রজাতন্ত্রের সকল কর্মচারীকে অফিসসময়ে মাস্ক ব্যবহারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা ভাইরাস সংক্রমণ থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করতে এই নির্দেশনা এসেছে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার করোনা ভাইরাস মহামারির প্রাদুর্ভাব মোকাবিলায় দায়িত্ব পালনকালে সকল সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, করোনা ভাইরাস সংক্রমণ থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করার জন্য এই নির্দেশনা এসেছে।
সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বৃহস্পতিবার জানিয়েছে, দেশে করোনা ভাইরাসে মোট ৫৬ জন আক্রান্ত হয়েছেন এবং ছয়জন মারা গেছেন।
![](https://i0.wp.com/sangbadsaradin.net/wp-content/uploads/2021/08/Nazrul-04-1.jpg?fit=300%2C204&ssl=1)