|| সারাবেলা প্রতিবেদন ||
পাল্টে গেলো ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের পুরনো নম্বর। রোববার থেকে নতুন নম্বর চালু হচ্ছে। নতুন নম্বর ০২-২২৩৩৫৫৫৫৫। রোববার সকাল ১১টা থেকে এই নম্বরে ফোন করে মানুষ আগুন নেভানোসহ অন্যান্য জরুরি সেবা নিতে পারবেন নতুন এই নম্বরে। নতুন নম্বর চালুর সঙ্গে সঙ্গে আগের ৯৫৫৫৫৫৫ নম্বরটিতে আর কোন রিং বাজবে না।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা লিমা খানম বলেন, রোববার সকাল ১১টা থেকে নিয়ন্ত্রণ কক্ষের আগের নম্বরটি আর চালু থাকবে না। আগের নম্বর বন্ধ করার বিষয়ে তিনি বলেন, নিয়ন্ত্রণ কক্ষের নতুন নম্বরে ফোন করে একসঙ্গে ছয়জন কথা বলতে পারবেন। নম্বর পরিবর্তনের কারন প্রসঙ্গে তিনি বলেন, “আগের নম্বরে কিছু সমস্যা হচ্ছিল, যেমন আমি কথা বলছি, কিন্তু আপনি শুনতে পাচ্ছেন না। অথবা আপনার কথা আমি শুনতে পাচ্ছি না।“
নতুন নম্বরটিতে এই সমস্যা হবে না এমন আশা প্রকাশ করে তিনি বলেন, নতুন নম্বরের বিষয়ে ‘এসএমএস’ করে জনসাধারণকে জানানো হয়েছে। তবে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অন্যান্য নম্বরের কোন পরিবর্তন হবে না বলে জানান লিমা খানম।