|| সারাবেলা প্রতিবেদন ||
নারায়ণগঞ্জের রুপগঞ্জে সেজান জুস কারখানার অগ্নিকান্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন শ্রম ও র্কমসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান। তিনি শ্রম মন্ত্রণালয়রে অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডশেন তহবিল থেকে নিহতদের স্বজনদের সহায়তার ঘোষণা দেন।
শুক্রবার ৯ই জুলাই এক শোক র্বাতায় প্রতিমন্ত্রী শোক জানান এবং শ্রমিক কল্যাণ তহবিল হতে সহায়তার ঘোষণা দনে।
প্রতিমন্ত্রী বলেন, যেসকল শ্রমিক আহত হয়ে চিকিৎসাধীন তাদের শ্রমিক কল্যাণ তহবলি হতে চিকিৎসা সহায়তা দেওয়া হবে।
গতকাল অগ্নকিান্ড ঘটার পরপরই কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধদিপ্তররে কর্মকর্তাদের এ দূর্ঘটনায় হতাহতের খোঁজ খবর রাখার নির্দেশ দেন। হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ রাখনে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং শ্রম অধিদপ্তরের কর্মকর্তাদের হাসপাতালে থেকে চিকিৎসা তদারকির নির্দেশ দেন।