|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুই বছর পর কারাবাসের পর শর্তসাপেক্ষে মুক্তি পেয়ে এবারের ঈদটা নিজের বাসায় ঈদ করবেন তিনি। এর আগে টানা চারটি ঈদ তিনি কারাগারেই কাটিয়েছেন। দীর্ঘ সময় পর বাড়িতে ঈদ করার সুযোগ পেলেও নেতাকর্মীদের থেকে দূরে থাকতে হচ্ছে খালেদা জিয়াকে।
এবার গুলশানের ভাড়া বাসা ‘ফিরোজা’য় ঈদ করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে করোনাভাইরাস বা কোভিড-১৯ উদ্ভূত পরিস্থিতির কারণে আয়োজন থাকছে সীমিত।
এবার খালেদা জিয়া দলীয় নেতাকর্মী বা অন্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন না। সোমবার ২৫শে মে ঈদের দিন যথারীতি মেঝো বোন সেলিমা ইসলাম, ছোট ভাই শামীম এস্কান্দার, শামীম এস্কান্দারের স্ত্রী কানিজ ফাতেমার সঙ্গে খালেদা জিয়ার দেখা হতে পারে।
এ বিষয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, কোনো প্রোগ্রাম থাকছে না। দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন না ম্যাডাম। এখন মূলত যার যার জায়গায় নিরাপদে থাকাটাই বেশি জরুরি। সে কারণে ঈদ উপলক্ষে ম্যাডামের কোনো প্রোগ্রাম রাখা হয়নি। তবে দেশবাসীকে ম্যাডাম শুভেচ্ছা জানিয়েছেন।