||অনলাইন প্রতিনিধি, জামালপুর||
কালোবাজারে বিক্রির সময় খাদ্যবান্ধব কর্মসূচীর ৮৫ বস্তা চাল উদ্ধার করেছে জামালপুর সদর উপজেলার নির্বাহী অফিসার। উদ্ধার করা চাল পুলিশের জিম্মায় দেয়া হয়েছে এবং সরকারি চাল বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে ১০ টাকা কেজির খাদ্যবান্ধব কর্মসূচীর ৮৫ বস্তা চাল কালোবাজারে বিক্রির জন্য জামালপুর শহরের নিয়ে আসার সময় স্থানীয়রা তা আটক করে। খবর দেন উপজেলা নির্বাহী অফিসারকে।
সদর উপজেলা নির্বাহী অফিসার ফরিদা ইয়াসমিন বলেন, ঘটনাস্থলে গিয়ে চাল জব্দ করে পুলিশের জিম্মায় দেওয়া হয়েছে। এই ঘটনায় ওএমএস ডিলার লুৎফর রহমান, কালোবাজারী আসাদুল্লাহ ও রফিকুল ইসলামের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।#
