গোমতী নদী দিয়ে প্রথমবারের মতো পণ্য গেল ভারতে

।।সারাবেলা প্রতিনিধি, কুমিল্লা।।

প্রথমবারের মতো কুমিল্লা থেকে নৌপথে ভারতের ত্রিপুরায় গেছে রপ্তানি পণ্যের একটি চালান।

শনিবার পরীক্ষামূলকভাবে নারায়ণগঞ্জের মুক্তারপুর থেকে ১০ মেট্রিক টন সিমেন্ট নিয়ে একটি জাহাজ গোমতী নদীপথে সরাসরি ত্রিপুরার সোনামুড়ায় পাঠানো হয়।

এ উপলক্ষে কুমিল্লার বিবির বাজার বন্দরে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, কুমিল্লার ডিসি মো. আবুল ফজল মীর, ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস।

এখন থেকে গোমতী নদীপথে কুমিল্লার দাউদকান্দি থেকে ভারতের ত্রিপুরার সিপাহিজলা জেলার সোনামুড়া পর্যন্ত পণ্য আমদানি-রপ্তানি হবে।

অনুষ্ঠানে ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলী দাস বলেন, বাংলাদেশ ও ভারতের জন্য আজ একটি ঐতিহাসিক দিন। সাধারণত দু’দেশের মধ্যে ট্রাকে পণ্য আমদানি-রপ্তানি করা হয়। নৌপথ চালু হলে, তা হবে সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। করোনা মহামারিতেও দু’দেশের মধ্যে বাণিজ্যিক সংযোগ অব্যাহত আছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন