কোভিড-১৯ টিকা নিলেন পরিবেশ মন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন  মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের সাথে কোভিড-১৯ টিকা গ্রহণ করেছেন।

|| বার্তা সারাবেলা ||

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন  মন্ত্রিপরিষদের অন্যান্য সদস্যদের সাথে কোভিড-১৯ টিকা গ্রহণ করেছেন।

রোববার ৭ই ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১ টায় শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট  ও হাসপাতাল, মহাখালী, ঢাকার টিকাদান কেন্দ্রে  তিনি এ টিকা গ্রহণ করেন। এসময় গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে করোনাভাইরাসের সংক্রমণ হতে নিরাপদ রাখতে জনগণকে টিকা গ্রহণের আহবান জানান মন্ত্রী ।

উল্লেখ্য, গত ১২ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দে পরিবেশ মন্ত্রীর করোনা ভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ঢাকায় ভর্তি হন। ২০ আগস্ট  দুপুরে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে ঢাকার বেইলি রোডের সরকারি বাসায় ফেরেন মন্ত্রী।

সংবাদ সারাদিন