করোনায় মুক্তি পাচ্ছে হাজার তিনেক বন্দি

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

করোনাদুর্যোগে প্রায় ৩ হাজার সাজাপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দিচ্ছে সরকার। কারাগারগুলোর ধারণক্ষমতা ঠিক রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত সংশ্লিষ্ট কারাগারগুলোতে পৌঁছানোর পর তা কার্যকরও শুরু হয়ে গেছে।

অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন জানিয়েছেন, শনিবার প্রথম ধাপে ১৭০ জনকে মুক্তি দেওয়া হয়। তিনি বলেন, “বিশেষ বিবেচনায় কম সাজাপ্রাপ্ত প্রায় ৩ হাজার বন্দিকে মুক্তির সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভিন্ন অপরাধে যাদের সাজা এক বছর এবং তার থেকে কম হয়েছে, তাদের বেলায় এই আদেশ কার্যকর করা হচ্ছে। এই সিদ্ধান্ত কার্যকর করা ইতিমধ্যে শুরু হয়েছে। বাকিদের পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হবে।” পুরো প্রক্রিয়া শেষ করতে সপ্তাহখানেক লাগবে বলেও জানান তিনি।

দেশে ৬৮টি কারাগারে ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ বেশী বন্দি রয়েছে। এই সংখ্যা প্রায় ৯০ হাজার। করোনা ভাইরাস অতিমাত্রায় ছোঁয়াচে বলে কারাগারগুলোতে ঝুঁকির মাত্রা খুবই বেশি। সেজন্য বন্দির চাপ কমানোর উদ্যোগ নেয় সরকার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন