বার্তা সারাবেলা
করোনা নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে এরই মধ্যে ডজন খানেক মানুষকে গ্রেফতার করেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ তথ্য দিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এইচআরডব্লিউয়ের।
সংস্থাটি বলছে, মার্চের মাঝামাঝি সময় থেকে ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে করোনাভাইরাস সম্পর্কে মন্তব্য করার জন্য বাংলাদেশের কর্তৃপক্ষ চিকিৎসক, বিরোধীদলীয় অ্যাক্টিভিস্ট ও ছাত্রসহ অন্তত ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
করোনা প্রকোপ নিয়ন্ত্রণে বাংলাদেশ সরকারের কার্যক্রমের সমালোচনা বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বাক স্বাধীনতার ওপর হস্তক্ষেপ করছে বলে বিবৃতি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ।
সংস্থাটি বলেছে, করোনাভাইরাস প্রাদুর্ভাব নিয়ে যারা কথা বলছে, তাদের এবং অ্যাকাডেমিকদের টার্গেট করা বন্ধ করা উচিত বাংলাদেশের কর্তৃপক্ষকে। পাশাপাশি ভাইরাসটি সম্পর্কে প্রয়োজনীয় ও সঠিক তথ্য যেন সবার জন্য উন্মুক্ত হয়, সেই আহ্বানও জানানো হয় বিবৃতিতে।
এমন সময় নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংগঠনটি এই বিবৃতি দিল যখন সাংবাদিকদের তথ্য দেয়ার একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বাংলাদেশের পুলিশ বলছে, ‘গুজব’ ছড়ানোর অভিযোগে চাঁদপুর, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ঢাকা এবং কিশোরগঞ্জ থেকে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এছাড়া আরো ৫০টি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বন্ধ এবং তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য বিটিআরসিকে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।
পুলিশের মুখপাত্র সোহেল রানা হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে আরো লেখেন, ফেসবুকের ৮২টি অ্যাকাউন্ট, পেইজ এবং ওয়েবসাইট সম্পর্কে পুলিশ খোঁজখবর নিচ্ছে।সূত্র: বিবিসি বাংলা।
