|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
২০২০-২১ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রথম পর্যায়ের আবেদন শুরু হচ্ছে আজ রোববার সকাল ৭টা থেকে শুরু হয়ে চলবে ২০ আগস্ট পর্যন্ত। তবে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে অনলাইন সার্ভিস ও কল সেন্টার বন্ধ থাকবে।
বোর্ড থেকে জানা গেছে, প্রথম পর্যায়ের পর আরও দুই দফায় আবেদনের সুযোগ রাখা হয়েছে। শিক্ষার্থীরা অনলাইনে সর্বনিন্ম ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য পছন্দক্রম দিয়ে আবেদন করতে পারবে। এসএসসি/সমমান পরীক্ষায় প্রাপ্ত জিপিএ-র ভিত্তিতে শিক্ষার্থীদের মেধাক্রম নির্ধারণ করা হবে।
একজন শিক্ষার্থী সর্বোচ্চ দুইবার স্বয়ংক্রিয়ভাবেকৃত মাইগ্রেশনের জন্য বিবেচিত হবে। এক্ষেত্রে মাইগ্রেশন সর্বদাই শিক্ষার্থীর পছন্দ ক্রমানুসারে উপরের দিকে যাবে। এবার ৫ শতাংশ মুক্তিযোদ্ধার কোটা ছাড়া অন্য কোটা থাকছে না। তবে প্রতিবন্ধী, বিকেএসপির শিক্ষার্থী, খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমে জাতীয় পর্যায়ে অসামান্য সাফল্যের (পুরস্কারপ্রাপ্ত) অধিকারী শিক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।
আবেদন প্রক্রিয়াঃ-
চলতি বছর একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীরা শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবে। বিগত বছরের মত চলতি বছরে থাকছেনা এসএমএসের মাধ্যমে আবেদন প্রক্রিয়া।
# টেলিটক/বিকাশ/শিওর ক্যাশ/নগদ/সোনালী ব্যাংক/রকেট এর আবেদন ফি ১৫০/- (একশত পঞ্চাশ টাকা) ফি জমা দেয়ার পর আবেদনকারীকে www.xiclassadmission.gov.bd – ওয়েবসাইটে গিয়ে Apply Now– ক্লিক করতে হবে। ( ফি প্রদানের সময় শিক্ষার্থীর অথবা অভিভাবকের মোবাইল নাম্বার দিতে হবে আবেদন সংক্রান্ত পরবর্তী তথ্য পেতে)
# পরবর্তী ধাপে শিক্ষার্থীকে তার এসএসসি ও সমমানের পরীক্ষার রোল নম্বর, বোর্ড, পাসের সাল উল্লেখ করে আবেদন করতে হবে।
# একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে অনলাইনে একজন শিক্ষার্থী সর্বনিম্ন ৫টি কলেজে এবং সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারবে। তবে একই প্রতিষ্ঠানের একাধিক শিফট/ভার্সন/গ্রুপে আবেদন করা যাবে।