ঈদ শুভেচ্ছায় বিপর্যয় কেটে যাওয়ার প্রত্যাশা ফখরুলের

|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||

দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানানোর পাশাপাশি করোনাভাইরাস সঙ্কটে সাহস না হারাতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভাইরাসের সংক্রমণ এড়াতে বাড়ি বাড়ি না গিয়ে ইন্টারনেটে ঈদের শুভেচ্ছা বিনিময় করার আহ্বানও জানিয়েছেন তিনি।

ঈদুল ফিতরের আগে রোববার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় তিনি বলেন, “এবারে রোজা ও ঈদ একেবারে অন্যরকম। আগে আমরা এই ধরনের ঈদের কোনো ধারণা পাইনি। তবু ঈদ, ঈদ-ই, আনন্দ। সকলের সঙ্গে হয়ত নামাজ পড়তে যাওয়া হবে না, বন্ধু-আত্বীয়দের বাড়িতে বেড়াতে যেতে হয়ত পারব না, সেমাই খাওয়া হবে না। কিন্তু তাতে কি? মনের যে কোণটাতে প্রিয়জনের বাস, ঠিক সেইখানে তো কোনো লকডাউন নেই।

তিনি বলেন, “আমার নাতির সঙ্গে হয়ত কোলাকুলি হবে না। কিন্তু দেখা হয়ত হবে আশা করছি। কারণ আমি এখন জুম (ইন্টারনেটে ভিডিওকলে কথা বলার অ্যাপ) করা শিখে গেছি। আপনারাও করুন।”

সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে মির্জা ফখরুল বলেন, “ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা। চারদিকে আতঙ্ক ভয়, সামাজিক দূরত্ব, অভাব-অনটন। তার উপরে আবার দক্ষিণে আম্পানের তাণ্ডব। এর মধ্যে ঈদ।

করোনার কারনে দলের নেত্রী খালেদা জিয়ার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, “একটু মন খারাপ। এই অসুখটার জন্য আমাদের নেত্রী ম্যাডামের সঙ্গে দেখা হয়ত হবে না। যদিও উনি বাসায় আছেন। গত ঈদেও দেখা হয়নি, জেলে ছিলেন।”

করোনার এই বিপর্যয় কেটে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, “জীবনে খারাপ দিন আসে আবার কেটেও যায়। সাহস হারালে কিন্তু চলবে না। এই অসুখকে হারিয়ে দিতে হবে। তিনি বলেন, “ভোরের নতুন সূর্য, নতুন স্বপ্ন, নতুন আশার আলো জন্ম দেবে। দাম দিতে হয় জীবনে- ধরে নিন এবারের ঈদটা সেই পরীক্ষা। পরম করুণাময় আল্লাহতা’লা আমাদের জন্য অবশ্যই ভালো কিছু রেখেছেন। এই দিন কেটে যাবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন