আহসানউল্লাহ মাস্টার হত্যামামলার রায় কার্যকরের দাবি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যামামলার রায় অবিলম্বে কার্যকর করার জোরালো দাবি জানিয়েছেন।

|| সারাবেলা প্রতিনিধি, গাজীপুর ||

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল শহীদ আহসান উল্লাহ মাস্টার হত্যামামলার রায় অবিলম্বে কার্যকর করার জোরালো দাবি জানিয়েছেন। 

প্রতিমন্ত্রী গতকাল গাজীপুরে বীর মুক্তিযোদ্ধা শহীদ আহসান উল্লাহ মাস্টারের ১৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ দাবি জানান।

প্রতিমন্ত্রী বলেন, আদর্শের কখনো মৃত্যু হয় না। শহীদ আহসান উল্লাহ মাস্টারও বঙ্গবন্ধুর আদর্শের কর্মীদের মাঝে চিরকাল বেঁচে থাকবেন। দেশের আন্দোলন, সংগ্রাম ও অধিকারনিশ্চিতকরণে শহীদ আহসান উল্লাহ মাস্টারের নাম চির অক্ষয় হয়ে থাকবে। তিনি সততা ও আদর্শের ইতিহাস তৈরি করে গেছেন।

স্মরণসভায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের  সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান বাবু এবং স্থানীয় আওয়ামী নেতৃবৃন্দ শহীদ আহসান উল্লাহ মাষ্টারের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনসম্পর্কে আলোচনা করেন।

সংবাদ সারাদিন