অপহরণের পর মুক্তিপণ নেয়ার অভিযোগে গ্রেফতার র‌্যাবের ৪ সদস্য

শুক্রবার বিকালে পুলিশ ওই চারজনকে র‌্যাবের হাতে তুলে দেয়। এদিকে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

|| সারাবেলা প্রতিবেদন ||

প্রথমে অপহরণ তারপর মুক্তিপণ আদায়। র‌্যাবসদস্য হয়ে এভাবেই চালিয়ে আসছিলেন তারা। অবশেষে সুনির্দ্রিষ্ট অভিযোগের ভিত্তিতে এই চার র‌্যাব সদস্যকে গ্রেফতার করেছে রাজধানীর হাতিরঝিল থানা পুলিশ। ঢাকা মহানগর ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম এ প্রসঙ্গে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নিশ্চিত হয়েই তাদের আটক করা হয়েছে।

পুলিশ কমিশনার বলেন, “এই অপহরণ চক্রে মোট ছয়জন ছিল। চারজনকে আটক করা হয়েছে। মামলা করার পর তাদের র‌্যাবের হাতে তুলে দেওয়া হয়েছে।”

শুক্রবার বিকালে পুলিশ ওই চারজনকে র‌্যাবের হাতে তুলে দেয়। এদিকে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, ওই চারজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, “কোনো ধরনের সহানুভূতি দেখানো হবে না। এই পর্যন্ত র‌্যাবে যতজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে, তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে। বাহিনী কোনো ব্যক্তির অপরাধের দায় নেয় না। র‌্যাবে অপরাধ করলে শাস্তি দেওয়ার গড় শতভাগ।”

তবে গ্রেফতার র‌্যাব সদস্যদের পরিচয় জানাতে চাননি কমান্ডার মঈন। তারা কোন ব্যাটালিয়নের- জানতে চাইলে তিনি বলেন, “এরা নির্দিষ্ট কোনো ব্যাটালিয়নের নয়।”

সংবাদ সারাদিন