সারাবেলা প্রতিবেদন, ঢাকা
করোনাভাইরাসের সংক্রমনবিস্তার ঠেকাতে চলতি সাধারণ ছুটি আগামী ৯ই এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে সরকার, যার সঙ্গে পরের দুই দিনের সাপ্তাহিক ছুটিও যোগ হবে। ফলে সাধারণ ছুটি চলবে ১১ই এপ্রিল পর্যন্ত।
পয়লা এপ্রিল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা আদেশে বলা হয়, “মানুষের জীবন জীবিকার স্বার্থে রিকশা-ভ্যানসহ যানবাহন, রেল, বাস পরিসেবা পর্যায়ক্রমে চালু করা হবে।”
দেশে করোনাভাইরাসের সক্রমণবিস্তার বাড়তে থাকায় গত ২৬শে মার্চ থেকে সব অফিস আদালতে ছুটি চলছে, যা ৪ঠা মার্চ শেষ হওয়ার কথা ছিল। এই সময়ে সড়ক, নৌ ও বিমান চলাচল বন্ধ রেখে সবাইকে যার যার বাড়িতে থাকতে বলা হয়েছে।
তবে নভেল করোনাভাইরাসে হোম কোয়ারেন্টিনে অন্তত ১৪ দিন আলাদা থাকতে হয় বলে মঙ্গলবার ডিসিদের সঙ্গে ভিডিও কনফারেন্সে ৯ই এপ্রিল পর্যন্ত ছুটি বাড়ানোর সম্ভাবনার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় ছুটি বাড়িয়ে এক আদেশে জানায়, ৫ থেকে ৯ই এপ্রিলের সাধারণ ছুটির সঙ্গে ১০ ও ১১ই এপ্রিলের সাপ্তাহিক ছুটিও যোগ হবে।
তবে জরুরি পরিসেবা যেমন বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেটের ক্ষেত্রে এই ছুটি প্রযোজ্য হবে না। কৃষিপণ্য, সার, কীটনাশক, খাদ্য শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জাম, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতার বাইরে থাকবে।
জরুরি প্রয়োজনে অফিস খোলা রাখা যাবে জানিয়ে ছুটির আদেশে বলা হয়, প্রয়োজনে যথাযথ সুরক্ষা ব্যবস্থা রেখে ঔষধশিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প কারখানা চালু রাখা যাবে।
জনগণের প্রয়োজন বিবেচনায় ছুটির সময়ে বাংলাদেশ ব্যাংক সীমিত সময়ের জন্য অর্থাৎ সকাল ১০টা থেকে ১২টা অবধি লেনদেন কার্যক্রম চালু রাখার নির্দেশ বহাল রাখবে বলেও আদেশে উল্লেখ করা হয়।
প্রচ্ছদ » রাষ্ট্রকথা » ছুটি ১১ই এপ্রিল পর্যন্ত, যানবাহন চালু হবে পর্যায়ক্রমে
এই সম্পর্কিত আরও সংবাদ
মৃত্যুদিনে জাতীয় কবি নজরুলকে স্মরণ করলেন দেশের মানুষ
আগস্ট ২৭, ২০২১
ইভ্যালিতে যমুনা গ্রুপের বিনিয়োগসিদ্ধান্ত নিরীক্ষার পর
আগস্ট ২৭, ২০২১
এই বিভাগের সর্বশেষ
দেশের জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন
ফেব্রুয়ারি ৬, ২০২৩
মৃত্যুদিনে জাতীয় কবি নজরুলকে স্মরণ করলেন দেশের মানুষ
আগস্ট ২৭, ২০২১