|| সারাবেলা প্রতিনিধি, গাজীপুর ||
মহান স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁওয়ে হয়ে গেলো স্বাধীনতা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। স্থানীয় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের উদ্যোগে শুক্রবার এই ম্যাচ অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ‘কামারগাঁও উচ্চ বিদ্যালয়’ মাঠে। ফাইনাল এই ম্যাচে লাল ফুটবল একাদশ বনাম সবুজ ফুটবল একাদশ অংশ নেয়। এতে বিজয়ী হয়ে চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তুলেছে সবুজ ফুটবল একাদশ। লাল ফুটবল একাদশকে ৩-২ গোলে হারায় সবুজ একাদশ।
ইউনিয়ন শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন মোল্লার সঞ্চালনায় ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মোজাম্মেল হক প্রধানের সভাপতিত্বে ম্যাচের উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগ কাপাসিয়া উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য আবদুস ছোবাহান মাষ্টার ও কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. আহমেদুল কবির মাষ্টার।
নরসিংদী জেলা সহকারী পোষ্ট মাষ্টার এম. এ. জেড শরীফ ও ডি. এ. এফ মেটাল ইন্ড্রাষ্টিয়াল লিমিটেডের পরিচালক মো. সাখাওয়াত হোসেন সরকারের পৃষ্টপোষকতায় খেলায় বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি ও কামারগাঁও উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন।
এছাড়া অনুষ্ঠানে বরেণ্য অতিথিদের মধ্যে ৭১’র রণাঙ্গণের বীর মুক্তিযোদ্ধা মো. নুরুল ইসলাম মীর (লাল মিয়া) ও মো. ইসমাইল হোসেন মীরকে ক্রেস্ট দিয়ে সম্মানিত করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কামারগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আওলাদ হোসেন বিএসসি, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম কলিম, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন (বাচ্চু), মো. মনির হোসেন ফকির, অব: সেনা কর্মকর্তা মো. তরিকুল ইসলাম (টিটু), চাকরিজীবি মো. মকবুল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মো. আব্দুর রহিম মোল্লা, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক এন.ডি.রাশিদুল আলম, কামারগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মহসিন মাঝি।
এছাড়া আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি মো. মিলন মিয়া ও সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো. সোহরাফ হোসেন (মমিন), ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মো. মারুফ সরকার ও ইউনিয়ন ছাত্রলীগ সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন, ৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মো. রুহুল আমিন সজিব, ব্যবসায়ী মো. রাজ্জাক মুন্সী, সমাজসেবক মো. রাজীব প্রধান, ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সজীব মুন্সী, আতিফ ইলেকট্রনিক্সের পরিচালক মো. আজিজুল হকসহ প্রমুখ।
টুর্নামেন্ট তত্ত্বাবধানে ছিলেন খেলা আয়োজক কমিটির আহ্বায়ক মো. মনির হোসেন, যুগ্ম আহ্বায়ক মো. মোফাজ্জল হক প্রধান, যুগ্ম আহ্বায়ক মো. আশরাফ হোসেন সরকার ও আয়োজক কমিটির সদস্য মো. আনোয়ার হোসেন, মো. মুন্সুর আহম্মেদসহ প্রমুখ।