|| সারাবেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা ||
চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনে ক্রীড়া উন্নয়ন পরিষদ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। নির্বাচনে ক্রীড়া উন্নয়ন পরিষদের প্রার্থী, জেলা যুবলীগ সভাপতি নঈম হাসান জোয়ার্দ্দার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চুয়াডাঙ্গা অফিসার্স ক্লাবে জেলা ক্রীড়া সংস্থা নির্বাচনের ভোট গ্রহণ হয়।
জানা যায়, নির্বাচনে নঈম হাসান জোয়ার্দ্দার ৭৯ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দী রফিকুল ইসলাম ৩৭ ভোট পেয়েছেন। এবারের নির্বাচনে মোট ভোটার ১১৭ জন। এদের মধ্যে ১১৬ জন ভোটার তাদের ভোট দেন।
নির্বাচনে ক্রীড়া উন্নয়ন পরিষদ প্যানেলের অন্য যে প্রার্থীরা জিতেছেন তাদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি মাহাবুল ইসলাম সেলিম, সোহেল আকরাম, ইয়াকুব হোসেন মালিক ও আব্দুল লতিফ যুবরাজ। এছাড়া যুগ্ম সম্পাদক পদে আব্দুস সালাম ও সালাউদ্দিন বিশ্বাস মিলন এবং কোষাধ্যক্ষ পদে টুটুল মোল্লা নির্বাচিত হয়েছেন।
অপরদিকে ক্রীড়াঙ্গণ বাঁচাও পরিষদের একমাত্র প্রার্থী জেলা ছাত্র লীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।