শুরুতেই দুই উইকেট হারিয়ে বেশ কাবু বাংলাদেশ

টস হেরেও বোলিং পেয়ে কেন খুশি হয়েছিলেন তার জবাবটা দিয়েই দিলেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর। ম্যাচের শুরুতেই জোড়া ধাক্কায় বাংলাদেশের টপ অর্ডার নাড়িয়ে দিলেন দলের নির্ভরযোগ্য বোলার ব্লেসিং মুজারাবানি।

|| খেলা প্রতিবেদক ||

টস হেরেও বোলিং পেয়ে কেন খুশি হয়েছিলেন তার জবাবটা দিয়েই দিলেন জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর। ম্যাচের শুরুতেই জোড়া ধাক্কায় বাংলাদেশের টপ অর্ডার নাড়িয়ে দিলেন দলের নির্ভরযোগ্য বোলার ব্লেসিং মুজারাবানি।

পাঁচ ওভারের মধ্যেই দুই উইকেট হারানোয় ওপেনার সাদমান ইসলাম ও চারে নামা মুমিনুল হক চেষ্টা করছেন জুটি গড়ার। হারারে টেস্টের প্রথম পানি পানের বিরতির সময় বাংলাদেশের রান ১১ ওভারে ২ উইকেটে ৩৩। ওপেনোর সাইফ হাসান ফেরেন শূন্য রানে, তিনে নেমে নাজমুল হোসেন শান্তর রান ২।

হারারের আকাশে সকাল থেকেই মেঘের আনাগোণা। উইকেটে বাউন্সও আছে বেশ। টস জিতে ব্যাটিং নিয়ে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল বলেন, উইকেট শুষ্ক, চতুর্থ ইনিংসের দিকে তাকিয়ে এই সিদ্ধান্ত। টেইলর বলেন, তারা আগে বোলিং করতেই চেয়েছিলেন, কারণ প্রথম দিনে এখানে সবসময় বোলারদের সহায়তা থাকে।

ম্যাচের প্রথম বলেই সাইফ হাসানকে কাঁপিয়ে দেন মুজারাবানি। বাউন্সার ঠিকমতো খেলতে না পেরে অল্পের জন্য ক্যাচ দেননি সাইফ। ওই ওভারেই মেলে সাফল্য। ভেতরে ঢোকা বলের লাইন পুরোপুরি মিস করেন সাইফ। বল তার ব্যাটের পাশ দিয়ে ছোবল দেয় স্টাম্পে।

পাঁচ টেস্টের ক্যারিয়ারে এবার নিয়ে পাঁচবার দুই অঙ্ক ছোঁয়ার আগেই আউট হলেন এই ওপেনার, এর মধ্যে তিনটিই শূন্য।

নিজের তৃতীয় ওভারে মুজারাবানি ফেরান শান্তকে। অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া বল বাঁহাতি ব্যাটসম্যানের ব্যাট ছুঁয়ে আশ্রয় নেয় তৃতীয় স্লিপে অভিষিক্ত ডিওন মায়ার্সের হাতে। বাংলাদেশের রান তখন ২ উইকেটে ৮।

মুমিনুল অবশ্য শুরু থেকে বেশ আস্থায় খেলতে থাকেন। প্রথম ঘণ্টার তিনটি বাউন্ডারি আসে তার ব্যাট থেকেই। তিনটিই লেগ সাইডে, একটি গ্ল্যান্স করে, দুটি ফ্লিকে। পানি পানের বিরতির সময় তার রান ২৩ বলে ১৬। ৩৪ বল লড়াই করে ৪ রান নিয়ে তার সঙ্গী সাদমান। মুজারাবানির প্রথম স্পেল ৫-২-৫-২।

সংবাদ সারাদিন