ময়মনসিংহ প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে ২১শে ডিসেম্বর থেকে

ময়মনসিংহের ক্রিকেট ঐতিহ্যে নতুন প্রাণ ফেরাতে শুরু হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)। ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমএমসিএ) আয়োজনে আসছে ২১শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।

|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||

ময়মনসিংহের ক্রিকেট ঐতিহ্যে নতুন প্রাণ ফেরাতে শুরু হচ্ছে ময়মনসিংহ প্রিমিয়ার লিগ (এমপিএল)। ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমএমসিএ) আয়োজনে আসছে ২১শে ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট। পাঁচদিনের টুর্নামেন্টের সব খেলা হবে সার্কিট হাউজ মাঠে। মুজিব শতবর্ষের বিশেষ এই আয়োজন হবে ১০০ বলের নতুন ফরম্যাটে।

শুক্রবার ১১ই ডিসেম্বর ময়মনসিংহের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় হলরুমে টুর্নামেন্টের লোগো উন্মোচন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন। একই অনুষ্ঠানে ছয় দলের নাম ও লোগো প্রকাশ করা হয়।

ছবি: সংবাদ সারাবেলা

ময়মনসিংহ টাইগার, ময়মনসিংহ ঈগল, ময়মনসিংহ রাইডারস, ময়মনসিংহ সিক্সারস, ময়মনসিংহ ওয়ারিয়রস ও ময়মনসিংহ থান্ডার এই ছয় নামে খেলবে দলগুলো। ছয় দল দুই গ্রুপে ভাগ হয়ে টুর্নামেন্টে অংশ নেবে। গ্রুপ পর্বের খেলা শেষে ২৪শে ডিসেম্বর সেমিফাইনাল ও ২৫শে ডিসেম্বর হবে ফাইনাল। সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সরাসরি টেলিভিশনে সম্প্রচার করা হবে।

ড্রাফটের মাধ্যমে ছয় দল বেছে নেয় তাদের স্কোয়াড। প্রত্যেক দলে দুইজন করে জাতীয় তারকা খেলবেন। দলগুলোতে রয়েছে স্থানীয় ৬৫ জন ক্রিকেটারকে।

ছবি: সংবাদ সারাবেলা

ময়মনসিংহের মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, শুভাগত হোম, রাকিবুল হাসানরাও খেলছেন এই টুর্নামেন্টে। ঢাকা থেকে আরও আসবেন জাতীয় তারকা মোহাম্মদ আশরাফুল, নাসির হোসেন, ইলিয়াস সানি, আরাফাত সানি, যুব বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক আকবর আলী, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়।

জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন বলেন, এটা একটা ভালো উদ্যোগ, আয়োজকদের ধন্যবাদ জানান। এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় খেলোয়াড়দের দক্ষতা ও আত্মবিশ্বাস দুটোই বাড়বে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন