মাদারীপুরে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

সদর উপজেলার ১৫টি ইউনিয়নভিত্তিক ১৫টি দল তিনদিন ধরে খেলবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এতে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মাদারীপুর সদর উপজেলা প্রশাসন। খেলা চলবে আগামী ৩১শে মে পর্যন্ত।

|| সারাবেলা প্রতিনিধি, মাদারীপুর ||

মাদারীপুরে শুরু হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ্ব ১৭) ২০২১। শনিবার ২৯শে মে আছমত আলী খান স্টেডিয়াম মাঠে এ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন।

মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুদ্দিন গিয়াসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল আলম সুমন, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুল ইসলাম তুষার ভূইয়া, মহিলা ভাইস চেয়ারম্যান নারগিস আক্তার, জেলা ক্রীড়া অফিসার মো. বকতিয়ার রহমান গাজী, জেলা প্রশাসনের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দসহ অনেকেই।

মাদারীপুর সদর উপজেলার ১৫টি ইউনিয়নভিত্তিক ১৫টি দল তিনদিন ধরে খেলবে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এতে সার্বিক ব্যবস্থাপনায় রয়েছে মাদারীপুর সদর উপজেলা প্রশাসন। খেলা চলবে আগামী ৩১শে মে পর্যন্ত।

সংবাদ সারাদিন